বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত বোলিং পারফরম্যান্সের জন্য দীপক চাহারের প্রশংসায় সৌরভ-সচিন
বাংলাদেশের বিরুদ্ধে টি ২০ সিরিজের নির্নায়ক ম্যাচে অনবদ্য বোলিং করলেন ভারতের পেসার দীপক চাহার। ৩.২ ওভার বোলিং করে মাত্র সাত দিয়ে বিপক্ষের ছয় ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফেরত পাঠান তিনি। ভারত ৩০ রানে বাংলাদেশকে হারিয়ে টি ২০ সিরিজে ৩-১ জিতে নেয়।
বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের ট্যুইট-দীপক চাহার, রোহিত শর্মা ও ভারতীয় দলকে অভিনন্দন। খুব বেশি শিশির থাকায় কাজটা আদৌ সহজ ছিল না।Exceptional bowling by @deepak_chahar9! He bowled very smartly and used his variations well to pick up crucial wickets at crucial stages. Special mention to @IamShivamDube, @ShreyasIyer15 & @klrahul11 to give #TeamIndia the series victory in the decider. #INDvsBAN pic.twitter.com/JTLgrC1dUz
— Sachin Tendulkar (@sachin_rt) November 10, 2019
ভিভিএস লক্ষ্মণ বলেছেন, টি ২০ বোলার হিসেবে দীপক চাহারের এই উত্তোরনে মুগ্ধ। নতুন বলে উইকেট নেওয়ার ক্ষমতা সব সময়ই ছিল। কিন্তু ইনিংসের মাঝে ও শেষের ওভারগুলিতে বোলিং নিয়ে প্রচুর পরিশ্রম করেছে। ওর বলে প্রচুর বৈচিত্র্য রয়েছে এবং কখন তার ব্যবহার করতে হয়, সে বিষয়ে স্পষ্ট ধারণা রয়েছে ওর।Congratulations @deepak_chahar9 @ImRo45 @bcci for the win .. never easy with so much dew ..
— Sourav Ganguly (@SGanguly99) November 10, 2019
ইরফান পাঠান বলেছেন, এই সিরিজ জয় খুবই সন্তোষজনক। বিশেষ করে যেখানে প্রথম ম্যাচে হারতে হয়েছিল এবং শেষ ম্যাচে শিশির ভেজা মাঠে শেষে বোলিং করতে হয়েছিল।Very impressed with the way @deepak_chahar9 has evolved as a T20I bowler. Always had the ability to pick up wickets with the new ball but has worked hard to bowl in the middle and end overs. Got a lot of variations up his sleeves & knows when to use them. #INDvsBAN
— VVS Laxman (@VVSLaxman281) November 10, 2019
হরভজনের ট্যুইট- ম্যান অফ দ্য মান্থ দীপক চাহার।This series victory has given me and lot of Indian cricket fans lot of satisfaction specially after the first game loss and defending the total with the due (Shabnam) in the last game... very well done team India #shreyas #Rahul #chahar #chahal #RohitSharma @BCCI
— Irfan Pathan (@IrfanPathan) November 10, 2019
Man of the month #deepakchahhar chaaaaaaaa gyaaaaa apna ladka ⭐️⭐️⭐️⭐️⭐️
— Harbhajan Turbanator (@harbhajan_singh) November 10, 2019