এক্সপ্লোর
Advertisement
বাউন্সারের পাল্টা দিতেই আপার কাট খেলা শুরু, সচিন শোনালেন অজানা গল্প
২০০১ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্লুমফনটেন টেস্টে টানা বিব্রত হচ্ছিলেন মাখায়া এনটিনির বাউন্সে। শরীর ঘেঁষা যে বলের লাইনের উপরে যেতে পারছিলেন না উচ্চতার জেরে। তখনই ঠিক করেন বলের লাইনের নীচে থেকে বোলারের পেস ব্যবহার করে খেলবেন আপার কাট।
মুম্বই: আগেভাগে ছিল না সেরকম প্রস্তুতি। মাঠে নেমে বিড়ম্বনায় পড়ছিলেন টানা বাউন্সারের জেরে। কিছুক্ষণ সেটা সহ্য করার পর ঠিক করেন পাল্টা আক্রমণ করবেন। আর সেই মেজাজে এগিয়েই আপার কাট খেলা শুরু সচিন তেন্ডুলকারের।
অজানা এমনই গল্প ভক্তদের শুনিয়েছেন ক্রিকেট ঈশ্বর। যেখানে আপার কাট খেলার শুরু নিয়ে এক ভক্তের প্রশ্নে সচিন বলেছেন, ২০০১ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্লুমফনটেন টেস্টে টানা বিব্রত হচ্ছিলেন মাখায়া এনটিনির বাউন্সে। শরীর ঘেঁষা যে বলের লাইনের উপরে যেতে পারছিলেন না উচ্চতার জেরে। তখনই ঠিক করেন বলের লাইনের নীচে থেকে বোলারের পেস ব্যবহার করে খেলবেন আপার কাট।
টেস্ট ক্রিকেটে থার্ড ম্যান না থাকার সাহায্য নিয়ে কয়েকটা আপার কাটে এনটিনি বোলিং ছন্দ বিড়তে দিতে পেরেছিলেন বলেও জানান সচিন। শুধু সেই টেস্টই নয়, পরে অস্ট্রেলিয়ার মাটিতে খেলার সময়ও ব্রেট লি-র বিরুদ্ধে একই স্ট্র্যাটেজি ব্যবহার করতে দেখা গিয়েছিল তাঁকে।
কাট করলে বল ফিল্ডারের হাতে চলে যাওয়ার আশঙ্কা থাকাতেই ব্যাটিং করার মাঝে আপার কাটে পাল্টা আক্রমণে যাওয়ার সিদ্ধান্ত বলেও জানান মাস্টার ব্লাস্টার। পাশাপাশি মাঠে নেমে পরিস্থিতির বিচারে এমন অনেক সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেটে নেওয়াটা খুব দরকার বলেই জানান সচিন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement