Sachin Tendulkar on 83: ৮৩ দেখে মুগ্ধ সচিন, সেরা পাওনা, বলছেন রণবীর
83 Movie Review: সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) ৮৩ দেখলেন। এবং নিজের মুগ্ধতার কথা জানালেন সোশ্যাল মিডিয়ায়। ট্য়ুইট করে সচিন লিখলেন, 'রণবীর সিংহের দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্স।
মুম্বই: সিনেমার শেষাংশে তাঁকেও দেখানো হয়েছে। যেখানে কপিল দেবদের (Kapil Dev) বিশ্বজয়ের আনন্তে মাতোয়ারা মুম্বইয়ের বিস্ময় বালক। দাদা অজিতের সঙ্গে সেলিব্রেট করছেন।
তিনি, সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) ৮৩ দেখলেন। এবং নিজের মুগ্ধতার কথা জানালেন সোশ্যাল মিডিয়ায়। ট্য়ুইট করে সচিন লিখলেন, 'রণবীর সিংহের দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্স। আমি নিশ্চিত ছোট্ট ছেলেটিকে ওই জয় প্রেরণা দিয়েছিল।' যার জবাবে রণবীর লেখেন, 'তারপর সেই ছোট ছেলেটি গোটা একটা প্রজন্মকে প্রেরণা দিয়েছিল। ধন্যবাদ মাস্টার। সব পেয়ে গেলাম।'
২২ গজের বাইরেও ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকরকে (Sachin Tendulkar) নিয়ে কম চর্চা হয় না। ব্যক্তিগত জীবনে সচিন ভীষণই আবেগপ্রবণ এক মানুষ। সোশ্যাল মিডিয়াতেও অত্যন্ত সক্রিয় তিনি। মাস্টার ব্লাস্টারের মানবিকতার পরিচয় ফের এক বার পাওয়া গেল। কয়েকদিন আগেই পথ দুর্ঘটনায় আহত তাঁর এক বান্ধবীকে সাহায্য করেছিলেন এক ট্রাফিক পুলিশ। ট্যুইটারে সেই ট্রাফিক পুলিশের কাজের প্রশংসা করেন মাস্টার ব্লাস্টার। তবে শুধু তাই নয়। তিনি নিজে সেই ট্রাফিক পুলিশের সঙ্গে দেখা করে ধন্যবাদও জানিয়েছেন।
ট্যুইটারে সচিন সেই ট্রাফিক পুলিশকে ধন্যবাদ জানানোর পাশাপাশি পুরো ট্রাফিক পুলিশ বিভাগকেও ধন্যবাদ জানিয়েছেন। তিনি ট্যুইটারে লেখেন, “কয়েকদিন আগে, আমার এক ঘনিষ্ঠ বন্ধু একটি গুরুতর দুর্ঘটনার মুখোমুখি হয়েছিলেন। ঈশ্বরের কৃপায় তিনি এখন ভাল আছেন। যাই হোক, এটা সম্ভব হয়েছে একজন ট্রাফিক পুলিশের কাছ থেকে সময়মতো তিনি সাহায্য পেয়েছিলেন বলেই। যার কারণেই প্রাণে বেঁচে গিয়েছেন তিনি।”
সচিন জানিয়েছেন, দুর্ঘটনায় আহত হওয়ার পর এক ট্রাফিক পুলিশ তাঁর বান্ধবীকে অটোতে করে একটি হাসপাতালে নিয়ে যান। গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত মেরুদণ্ডটি ন্যূনতম নড়াচড়া যাতে না করে, তাও নিশ্চিত করেন। সচিন আরও জানান যে, তিনি ওই ট্রাফিক পুলিশ কর্মীর সঙ্গে দেখা করেছেন ও সাহায্যের জন্য ধন্যবাদ জানিয়েছেন।
আরও পড়ুন: আউট হয়ে মাঠেই এলগারের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ালেন কে এল রাহুল