(Source: ECI/ABP News/ABP Majha)
Sachin Tendulkar: গ্রাম্য জীবনে ফিরে জন্মদিনের অভিনব সেলিব্রেশন সচিনের, বার্তা অর্জুনকে
Sachin Tendulkar Update: সচিনের ৫০তম জন্মদিনেই শারজা ক্রিকেট স্টেডিয়ামের তরফে এক বিশেষ উপহার দেওয়া হল 'লিটল মাস্টার'-কে। শারজা ক্রিকেট স্টেডিয়ামের এক স্ট্যান্ড সচিনের নামে নামাঙ্কিত করা হল।
মুম্বই: কিছুদিন আগেই নিজের পঞ্চাশতম জন্মদিন পালন করেছেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। এবার এই বিশেষ দিনটি পরিবারের মানুষ ও বন্ধুদের সঙ্গে একদম ভিন্নভাবে উদযাপন করলেন মাস্টার ব্লাস্টার। শহরের কোলাহল থেকে দূরে স্ত্রী এবং মেয়ে সারাকে (Sara Tendulkar) নিয়ে পাড়ি দিয়েছিলেন এক গ্রাম্য পরিবেশে। সেখানেই দেখা গেল রান্নার কাজেও হাত মিলিয়েছেন। নিজের সোশ্য়াল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ''এটা প্রতিদিন নয় যে আপনি হাফ সেঞ্চুরি করেন, কিন্তু যখন আপনি করেন, এটা তাদের সাথে উদযাপন করা সার্থক যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সম্প্রতি আমার দলের সঙ্গে একটি শান্ত শান্ত গ্রামে একটি বিশেষ ৫০ উদযাপন করেছি। আইপিএল নিয়ে ব্যস্ত থাকা অর্জুনকে খুব মিস করলাম।''
View this post on Instagram
সচিনের ৫০তম জন্মদিনেই শারজা ক্রিকেট স্টেডিয়ামের তরফে এক বিশেষ উপহার দেওয়া হল 'লিটল মাস্টার'-কে। শারজা ক্রিকেট স্টেডিয়ামের (Sharjah cricket stadium) এক স্ট্যান্ড সচিনের নামে নামাঙ্কিত করা হল।
শারজার সঙ্গে সচিনের সম্পর্ক অত্যন্ত মিষ্টিমধুর। ১৯৯৮ সালে শারজাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৩১ বলে ১৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন সচিন। সদ্যই সেই ইনিংসের ২৫ বছর সম্পূর্ণ হয়েছে। এই মাঠেই এছাড়াও বহু স্মরণীয় ইনিংস খেলেছিলেন সচিন। তিনি শারজায় মোট ৪২টি ইনিংস খেলে ১৭৭৮ রান করেছেন সচিন। গড় ৪৮.০৫। অজিদের বিরুদ্ধে ইনিংসই এই মাঠে তাঁর সর্বোচ্চ রানের ইনিংস। তাই শারজা ক্রিকেট মাঠ কর্তৃপক্ষের তরফে তাঁকে সম্মান জানাতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হল।
শারজা ক্রিকেট স্টেডিয়ামের তরফে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়, 'সচিন তেন্ডুলকরের নামাঙ্কিত স্ট্যান্ড উদ্বোধন করতে পারাটা আমাদের কাছে ভীষণ গর্বের এবং স্মৃতিমেদুর। কিংবদন্তি ক্রিকেটার ৫০তম জন্মদিন ও মরুঝড় ইনিংসের ২৫ বছর পূর্তিতে এই স্ট্যান্ড উদ্বোধন করতে পারাটা গোটা বিষয়টিকে আরও বিশেষ করে তুলেছে।'
সচিন তেন্ডুলকারের পঞ্চাশতম জন্মদিনে তাঁকে বিশেষভাবে সম্মানিত করল সিডনি ক্রিকেট গ্রাউন্ড। মাস্টার ব্লাস্টারের নামে গেট বসল অস্ট্রেলিয়ার বিখ্যাত স্টেডিয়ামের মাঠে। সচিন তেন্ডুলকার ও ব্রায়ান লারার (Brain Lara) নামাঙ্কিত গেট উন্মোচন করার হিসেবে বেছে নেওয়া হয়েছে মাস্টার ব্লাস্টারের জন্মদিনকে।