এক্সপ্লোর
মালয়েশিয়া মাস্টার্সের ফাইনালে সাইনা

সারাওয়াক: ফের স্বমহিমায় সাইনা নেহওয়াল। ১ লক্ষ ২০ হাজার মার্কিন ডলার পুরস্কারমূল্যের মালয়েশিয়া মাস্টার্স গ্রাঁ প্রি গোল্ডের ফাইনালে পৌঁছলেন হায়দরাবাদের শাটলার। সেমি-ফাইনালে স্টেট গেমে হংকংয়ের ইপ পুই ইনকে হারিয়ে দিয়েছেন সাইনা। তাঁর পক্ষে ম্যাচের ফল ২১-১৩, ২১-১০। রিও অলিম্পিকে চোট পাওয়ার পর কোর্টে ফিরলেও, এতদিন চেনা ছন্দে দেখা যাচ্ছিল না সাইনাকে। প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগেও নিজের সেরা পারফরম্যান্সের ধারেকাছে পৌঁছেত পারেননি ভারতের অন্যতম সেরা এই শাটলার। তবে মালয়েশিয়ায় তিনি ছন্দ ফিরে পেলেন। ফাইনালে সাইনার প্রতিপক্ষ তাইল্যান্ডের পর্নপাবি চোচুউং।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















