এক্সপ্লোর
হাঁটুর চোট, হাসপাতালে ভর্তি সাইনা নেহওয়াল

বেঙ্গালুরু: ডান হাঁটুর চোটের চিকিৎসা করানোর জন্য হায়দরাবাদের একটি হাসপাতালে ভর্তি হলেন সাইনা নেহওয়াল। এই চোটের জন্যই রিও অলিম্পিকের দ্বিতীয় ম্যাচে হেরে বিদায় নেন এই টেনিস তারকা। সেই চোট সারানোর জন্যই হাসপাতালে ভর্তি হয়েছেন সাইনা। সাইনার বাবা হরবীর সিংহ বলেছেন, মঙ্গলবার দেশে ফিরে বুধবারই হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। তাঁর চিকিৎসা চলছে। এমআরআই স্ক্যান করা হয়েছে। তবে চোটের কী অবস্থা সেটা শুক্রবারের আগে বলা যাবে না। চিকিৎসকদের পরামর্শে শুক্রবারই মুম্বই উড়ে যাচ্ছেন সাইনা। সেখানেই তাঁর পরবর্তী চিকিৎসা হবে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















