এক্সপ্লোর
অলিম্পিকে পঞ্চম বাছাই সাইনা, নবম সিন্ধু

নয়াদিল্লি: রিও অলিম্পিকে ব্যাডমিন্টনে মহিলা সিঙ্গলসে পঞ্চম বাছাইয়ের মর্যাদা পেলেন সাইনা নেহওয়াল। নবম বাছাই পিভি সিন্ধু। পুরুষ সিঙ্গলসে নবম বাছাই কিদম্বী শ্রীকান্ত। ডাবলসে অবশ্য কোনও ভারতীয়ই বাছাইয়ের মর্যাদা পাননি। বর্তমান বিশ্ব ক্রমতালিকা অনুসারেই সাইনাদের বাছাইয়ের মর্যাদা দেওয়া হয়েছে। সাইনা বর্তমানে পাঁচ নম্বরে রয়েছেন। অপর এক হায়দরাবাদি তারকা সিন্ধু ১০ নম্বরে আছেন। শ্রীকান্ত ১১ নম্বরে আছেন। পুরুষ ও মহিলা সিঙ্গলসে ১৩ জন করে খেলোয়াড়কে বাছাই তালিকায় রাখা হয়েছে। ২৬ জুলাই ড্র হবে। পুরুষ সিঙ্গলসে ৪১ জন শাটলারকে ১৩টি গ্রুপে ভাগ করা হবে। অন্যদিকে, মহিলা সিঙ্গলসে ৪০ জনকে ১৩টি গ্রুপে রাখা হবে। প্রতিটি গ্রুপে একজন করে বাছাই থাকবেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















