এক্সপ্লোর
রিও-র সাফল্যের পর খেলরত্ন পেতে চলেছেন সাক্ষী

নয়াদিল্লি: রিও অলিম্পিকে কুস্তির ৫৮ কেজি বিভাগে ব্রোঞ্জ পাওয়ার পর এবার রাজীব গাঁধী খেলরত্ন পুরস্কার পেতে চলেছেন সাক্ষী মালিক। সরকারি নিয়ম অনুযায়ী, অলিম্পিকের বছরে কোনও ক্রীড়াবিদ অলিম্পিক পদক পেলেই তাঁকে খেলরত্ন দেওয়া হবে। ফলে এখনও অর্জুন পুরস্কার না পেলেও, এ বছরই খেলরত্ন পাওয়ার কথা সাক্ষীর। এবারের অলিম্পিকে ভারত পদক না পাওয়ার আগে খেলরত্নের জন্য শুটার জিতু রাই এবং জিমন্যাস্ট দীপা কর্মকারের নাম সুপারিশ করা হয়েছিল। কিন্তু সাক্ষীর এই সাফল্য পরিস্থিতি বদলে দিয়েছে। সব ঠিকঠাক থাকলে হরিয়ানার এই কুস্তিগিরই খেলরত্ন পাচ্ছেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















