এক্সপ্লোর
ভারতীয় অ্যাথলিটদের ১ লক্ষ ১ হাজার টাকা করে দেবেন সলমন

মুম্বই: রিও অলিম্পিকে যোগ দেওয়া ভারতীয় অ্যাথলিটদের প্রত্যেককে ১ লক্ষ ১ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করলেন সলমন খান। রিও অলিম্পিকে ভারতের শুভেচ্ছাদূত ট্যুইট করে প্রত্যেক অ্যাথলিটকে চেক দেওয়ার কথা জানিয়েছেন। অনেকেই রিও অলিম্পিকে সলমনকে শুভেচ্ছাদূত করার বিরোধিতায় সরব হয়েছিলেন। দীপা কর্মকারের নাম বলতে না পারায় সমালোচিত হন সলমন। তবে তাঁর এই উদ্যোগ সমালোচকদের চুপ করিয়ে দিয়েছে। বলিউডের ভাইজান বলেছেন, দেশের সব নাগরিকেরই উচিত খেলায় উৎসাহ দেওয়া। সরকার খেলোয়াড়দের সাহায্য করছে। নাগরিকরাও কিছু করতে পারেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















