এক্সপ্লোর
Advertisement
ফোনে ৩০ সেকেন্ড কথার পরেই বরখাস্ত ড্যারেন স্যামি
সেন্ট জনস: ফোনে মাত্র ৩০ সেকেন্ডের কথোপকথনের পরেই বরখাস্ত করা হল ওয়েস্ট ইন্ডিজকে দু বার টি-২০ বিশ্বকাপ জেতানো অধিনায়ক ড্যারেন স্যামিকে। তাঁকে ফোন করে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়ার কথা জানান নির্বাচক প্রধান। দল থেকেও বাদ দেওয়া হয়েছে স্যামিকে।
ফেসবুকে ভিডিও পোস্ট করে ৬ বছরের অধিনায়কত্ব চলে যাওয়ার কথা জানিয়েছেন স্যামি। তিনি আবেগপ্রবণ হয়ে পড়েছেন। ওই ভিডিওতে স্যামি বলেছেন, ‘নির্বাচক প্রধানের কাছ থেকে আমি একটা ফোন পাই। কথোপকথন স্থায়ী হয় মাত্র ৩০ সেকেন্ড। তিনি আমাকে বলেন, তাঁরা টি-২০ দলের অধিনায়কত্ব নিয়ে পর্যালোচনা করেছেন। আমার পারফরম্যান্স দলে থাকার উপযুক্ত নয়। তাই আমাকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং দল থেকেও বাদ দেওয়া হচ্ছে।’
৩২ বছর বয়সি স্যামি ২০১২ এবং এ বছরের টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া ক্যারিবিয়ান দলের অধিনায়ক ছিলেন। তবে তিনি নিজে ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি। তাছাড়া ইডেনে টি-২০ বিশ্বকাপ ফাইনালের পর পুরস্কার নিতে গিয়ে নিজের দেশের বোর্ড কর্তাদের বিরুদ্ধে দলকে সাহায্য না করার অভিযোগ করেন স্যামি। মনে করা হচ্ছে, সেই কারণেই সরিয়ে দেওয়া হল তাঁকে।
বরখাস্ত হওয়ার পর স্যামি বলছেন, ৬ বছর আগে তাঁকে যখন অধিনায়ক হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, তখন তাঁর মনে হয়েছিল, এটাই তাঁর জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে। তবে তিনি সেই কঠিন চ্যালেঞ্জের মোকাবিলা করেছেন। প্রতিদিন নিজের কর্মক্ষেত্র ক্রিকেট মাঠে হাজির থেকেছেন, নিজের সেরাটা দিয়েছেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement