ভারতের কাছে পাকিস্তানের হারের পর শোয়েবের সঙ্গে ভাইরাল ভিডিও নিয়ে ট্রোলারদের জবাব দিলেন সানিয়া, বিঁধলেন বীনা মালিককেও
বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচে হেরে গিয়েছে পাকিস্তান। এই ম্যাচে ভারতের কাছে দল যেভাবে বিধ্বস্ত হয়েছে, তাতে খুবই অসন্তুষ্ট পাকিস্তানের সমর্থকরা। ম্যাচের ফলাফলের থেকেও সমর্থকরা ক্ষুব্ধ ওই মেগা ম্যাচের আগে প্লেয়ারদের গা-ছাড়া মনোভাবে। আসলে কয়েকজন অনুরাগী শোয়েব মালিক, ইমাদ ওয়াসিম ও ওয়াহাব রিয়াজের মতো খেলোয়াড়দের ম্যাচের আগের দিন বেশি রাত পর্যন্ত পার্টি করার ছবি প্রকাশ করেছিলেন।
এই বিতর্কে পাক অভিনেত্রী বীনা মালিকের সঙ্গেও সানিয়ার বাক্য বিনিময় হয়েছে।????That’s the video you shot without asking us,disrespecting our privacy even though we had a child with us?& got told off for doing so,& u came up with this crap?FYI ‘outing’ was dinner & yes ppl are allowed to eat if they lose a match!Bunch of fools!Try better content nxt time???? https://t.co/51gnkMWUYu
— Sania Mirza (@MirzaSania) June 15, 2019
ট্যুইটারে বীনা মালিক লিখেছিলেন যে, সানিয়া, আসলে আমি শিশুটির জন্য উদ্বিগ্ন।এমন একটা জায়গায় আপনারা আপনাদের সন্তানকে নিয়ে গেলেন, তা কি খুব ভালো? আর যে খাবার খাওয়া হয়েছে, তা অ্যাথলিটদের পক্ষে ভালো নয়। মা ও অ্যাথলিট হিসেবে আপনার এটা জানার কথা নয় কি ?Sania, I am actually so worried for the kid. You guys took him to a sheesha place isn't it Hazardious? Also as far as I know Archie's is all about junk food which isn't good for athletes/Boys. You must know well as you are mother and athlete yourself? https://t.co/RRhaDfggus
— VEENA MALIK (@iVeenaKhan) June 17, 2019
বীনার এই ট্যুইটের জবাবও দিয়েছেন সানিয়া। তিনি সাফ জানিয়েছেন, সন্তানের কীভাবে যত্ন নিতে হয়, তা তাঁর জানা রয়েছে এবং তিনি পাক ক্রিকেটারদের শিক্ষিকা, ডায়েটিশিয়ান বা প্রিন্সিপাল নন। সেইসঙ্গে ট্রোলারদেরও একহাত নিয়েছেন সানিয়া।Veena,I hav not taken my kid to a sheesha place. Not that it’s any of your or the rest of the world’s business cause I think I care bout my son a lot more than anyone else does :) secondly I am not Pakistan cricket team’s dietician nor am I their mother or principal or teacher- https://t.co/R4lXSm794B
— Sania Mirza (@MirzaSania) June 17, 2019
Twitter cracks me up ???? and some ppl for sure .. you guys really need other mediums of taking your frustrations out .. peace out guys ✌???? it’s break time ????
— Sania Mirza (@MirzaSania) June 17, 2019 পাক দলের মুখপাত্র অবশ্য জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, তা ম্যাচের দুদিন আগের। নিষেধাজ্ঞার সময় সব খেলোয়াড়ই তাঁদের হোটেলে ছিলেন।