এক্সপ্লোর
Advertisement
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের বাকি দুটি ম্যাচে বিশ্রাম ধোনিকে
রাঁচি: অধিনায়ক বিরাট কোহলির দুরন্ত শতরান (১২৩) সত্ত্বেও রাঁচি চলতি সিরিজের তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৩২ রানে হেরে গিয়েছে ভারত। অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ভারতের সামনে জয়ের জন্য ৩১৪ রানের লক্ষ্য রাখে। রান তাড়া করতে নেমে ৪৮.১ ওভারে ২৮১ রানে অল আউট হয়ে যায় ভারত। এই ম্যাচে জয়ের ফলে অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের সিরিজে লড়াইয়ে ফিরে এলে। সিরিজের ফল এখন ২-১।
এই ম্যাচের পর ভারতীয় দলের পক্ষ থেকে ফিল্ডিং কোচ সঞ্জয় বাঙ্গার জানালেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিদের বাকি দুটি ম্যাচে বিশ্রাম দেওয়া হবে মহেন্দ্র সিংহ ধোনিকে। আগামী দুটি ম্যাচ হবে ১০ ও ১৩ মার্চ।
১০ মার্চ সিরিজের চতুর্থ ম্যাচ হবে মোহালিতে। পঞ্চম তথা শেষ ম্যাচ ১৩ মার্চ হবে দিল্লিতে।
আগামী ২৩ মার্চ থেকে ধোনি আইপিএলে চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব দেবেন। আইপিএলের পর ভারতীয় দল বিশ্বকাপ খেলতে ইংল্যান্ডে যাবে। এ ধরনের ব্যস্ত ক্রীড়াসূচির কারণেই টিম ম্যানেজমেন্ট এই সিদ্ধান্ত নিয়েছে।
অস্ট্রেলিয়া সফরের পর থেকেই দলের সঙ্গে রয়েছেন ধোনি। তিনি বেশ ছন্দে রয়েছেন। তাই তাঁকে নিয়ে দলের কোনও চিন্তা নেই।
গতকাল ম্যাচের পর কোহলি ইঙ্গিত দিয়েছেন যে, বিশ্বকাপের কথা মাথায় রেখে আগামী দুটি ম্যাচে তরুণ খেলোয়াড়দের সুযোগ দেওয়া হবে।
উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজে এখনও পর্যন্ত সে ধরনের পরীক্ষানিরীক্ষার পথে হাঁটেনি ভারত। ঋষভ পন্ত ও যজুবেন্দ্র চাহলের মতো খেলোয়াড়রা এখনও সিরিজে কোনও ম্যাচ খেলেননি। আগামী দুটি ম্যাচে তাঁরা খেলবেন বলে মনে করা হচ্ছে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
খুঁটিনাটি
জেলার
Advertisement