Sanju Samson on Twitter: টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা হয়নি, ট্যুইটে হতাশা ব্যক্ত সঞ্জু স্যামসনের
Sanju Samson on Twitter: চলতি মুস্তাক আলি ট্রফিতেও দুর্দান্ত ফর্মে রয়েছেন সঞ্জু। ৫ ম্যাচের মধ্যে তাঁর উল্লেখযোগ্য ইনিংসগুলো হল ৪৫ অপরাজিত, ৫৪ অপরাজিত ও ৫৬ অপরাজিত। এরপরও জাতীয় দলে জায়গা হয়নি তাঁর।
মুম্বই: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করা হয়েছে। কিন্তু সেই দলে জায়গা হয়নি সঞ্জু স্যামসনের। আর এরপরেই ট্যুইটারে নিজের হতাশা ব্যক্ত করলেন আইপিএলে রাজস্থান রয়্যালসের অধিনায়ক। শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে জাতীয় দলে ছিলেন সঞ্জু। এছাড়াও শেষ আইপিএলেও ব্যাট হাতে বেশ ভাল পারফরম্যান্স ছিল সঞ্জুর। ১৪ ম্যাচে ৪৮৪ রান করেছিলেন সঞ্জু। কিন্তু এরপরও ১৬ সদস্যের দলে জায়গা হয়নি তাঁর। নিজের ট্যুইটারে সঞ্জু তিনটি ছবি পোস্ট করেছেন। সেখানে জাতীয় দলের জার্সিতে, আইপিএলে রাজস্থান রয়্যালসের জার্সিতে ও দিল্লি ক্যাপিটালসের জার্সিতে বাউন্ডারি লাইনে অসাধারণ ফিল্ডিংয়ের কয়েকটি ছবি পোস্ট করেছেন কেরলের এই উইকেট কিপার ব্যাটার। চলতি মুস্তাক আলি ট্রফিতেও দুর্দান্ত ফর্মে রয়েছেন সঞ্জু। ৫ ম্যাচের মধ্যে তাঁর উল্লেখযোগ্য ইনিংসগুলো হল ৪৫ অপরাজিত, ৫৪ অপরাজিত ও ৫৬ অপরাজিত।
— Sanju Samson (@IamSanjuSamson) November 10, 2021
এদিকে প্রত্যাশামতোই রোহিতকে অধিনায়ক করে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারত। রাহুলকে সেই দলের সহ অধিনায়ক করা হয়েছে। আর কোহলিকে বিশ্রাম দেওয়া হয়েছে। ফলে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিরাট-হীন ভারতীয় দল খেলবে।
প্রত্যাশিতভাবেই দলে সুযোগ পেয়েছেন আইপিএলে দুর্দান্ত খেলা কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার বেঙ্কটেশ আইয়ার। টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে না থাকলেও দলে ফিরেছেন লেগস্পিনার যুজবেন্দ্র চাহালও। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে যাঁকে না রাখা নিয়ে বিস্তর হইচই হয়েছিল। এছাড়া আইপিএলে ভাল পারফরম্য়ান্সের স্বীকৃতি হিসাবে দলে সুযোগ পেয়েছেন চেন্নাই সুপার কিংসের ওপেনার রুতুরাজ গায়কোয়াড়। পেসারদের মধ্যে যশপ্রীত বুমরা ও মহম্মদ শামিকে বিশ্রাম দেওয়া হয়েছে। ফিরেছেন মহম্মদ সিরাজ। সুযোগ পেয়েছেন দিল্লি ক্যাপিটালসের আবেশ খান। বাদ পড়েছেন রাহুল চাহার।
আরও পড়ুন: রোহিতের নেতৃত্বে খেলতে মুখিয়ে রয়েছেন কেকেআর তারকা