Malaysia Open 2024: প্রথম ভারতীয় জুটি হিসাবে মালয়েশিয়া ওপেনের ফাইনালে সাত্ত্বিক-চিরাগ জুটি
Satwiksairaj-Chirag: স্ট্রেট গেমে দক্ষিণ কোরিয়ার বিশ্বচ্যাম্পিয়ন জুটিকে হারালেন সাত্ত্বিকসাইরাজ ও চিরাগ শেট্টি।
কুয়ালা লামপুর: গত বছরটা ভারতের তারকা শাটলার জুটি সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি (Satwiksairaj Rankireddy) ও চিরাগ শেট্টির (Chirag Shetty) জন্য খুবই ভাল কেটেছিল। নতুন বছরেও তাঁদের ইতিহাস গড়ার পালা অব্যাহত। প্রথম ভারতীয় শাটলারজুটি হিসাবে মালয়েশিয়া ওপেনের (Malaysia Open 2024) ফাইনালে পৌঁছলেন সাত্ত্বিক-চিরাগ জুটি। দক্ষিণ কোরিয়ার জুটি ক্যাং মিন হিউক এবং সিও সিউং জাইকে স্ট্রেট গেমে ২১-১৮, ২২-২০ স্কোরলাইনে পরাজিত করল ভারতীয় জুটি।
ম্যাচের শুরুতেই ৫-০ এগিয়ে যান সাত্ত্বিকরা। কোরিয়ান শাটলাররা লড়াই করে ব্যবধান কমিয়ে আনেন বটে। দুরন্ত লড়াইও করেন। দুইবার গেম পয়েন্ট বাঁচান ক্যাংরা। তবে শেষমেশ প্রথম গেম জিতে নেয় ভারতীয় জুটি। দ্বিতীয় গেমে কোরিয়ানরা আরও দৃঢ়ভাবে লড়াই চালান। দ্বিতীয় গেমে বরং শুরু থেকে কিংরাই নিজেদের দাপট দেখান। ম্যাচের বিরতির সময় পাঁচ পয়েন্টের লিড নিতে সক্ষম হন তাঁরা। লম্বা লম্বা ব়্যালির পরিকল্পনা অনুসরণ করেই আসে সাফল্য।
𝐅𝐢𝐧𝐚𝐥𝐬 𝐂𝐚𝐥𝐥𝐢𝐧𝐠 😍😍
— BAI Media (@BAI_Media) January 13, 2024
First Indians to enter Malaysia Open final, well done boys! 👏
📸: @badmintonphoto #MalaysiaOpen2024#IndiaontheRise#Badminton pic.twitter.com/TDJZSbN9WT
দ্বিতীয় গেমে বিরতির সময় ২০-১৪তে এগিয়ে ছিলেন কোরিয়ানরা। তবে ভারতীয় জুটি হার মানেনি। অসাধারণ লড়াকু মানসিকতার পরিচয় দিয়ে ছয় গেম পয়েন্ট বাঁচান সাত্ত্বিক-চিরাগ। দ্রুত এবং ফ্ল্যাট রিটার্নের মাধ্যমে নাগাড়ে আট পয়েন্ট জিতে নেন সাত্ত্বিকরা। এর আগে ক্যাংদের বিরুদ্ধে পাঁচে তিন ম্যাচ জিতেছিলেন সাত্ত্বিকরা। তাঁদের সেই দাপট অব্যাহত রইল। রবিবার, টুর্নামেন্টের ফাইনালে, খেতাবি লড়াইয়ে মাঠে নামবেন সাত্ত্বিক-চিরাগ জুটি।
কোটি টাকার গাড়ি চেপে বিমানবন্দরে
প্রথম টি-টােয়েন্টি ম্যাচে খেলেননি তিনি। আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে হোলকার স্টেডিয়ামে নামতে দেখা যেতে পারে বিরাট কোহলিকে। প্রথম টি-টোয়েন্টি ম্য়াচে খেলতে পারেননি। ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছিলেন। আসলে যেদিন ম্যাচ ছিল ভারতের, সেদিনই বিরাটের মেয়ে ভামিকার জন্মদিন ছিল। বোর্ডের তরফে সরকারিভাবে সে বিষয়ে কিছু জানানো না হলেও জানা গিয়েছে মেয়ের জন্মদিনে পাশে থাকবেন বলেই বিরাট ছুটি চেয়ে নিয়েছিলেন বলে সকলের ধারণা। তবে দ্বিতীয় ম্যাচেই রবিবার মাঠে নামতে পারেন কোহলি।
শনিবার মুম্বই বিমানবন্দরে দেখা গেল 'কিং কোহলি'কে। প্রায় ১ কোটি ৩২ লক্ষ টাকার মূল্যের বিলাসবহুল মার্সিডিজ বেঞ্জ জিএলএস ৪৫০ গাড়িতে চেপে মুম্বই বিমানবন্দরে এসেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। সেখান থেকেই ইনদওরে উড়ে গেলেন তিনি। বিমানবন্দরে উপস্থিত চিত্র সাংবাদিকদের নজর কেড়ে নেয় কোহলির সঙ্গে তাঁর বাহনও। ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষবার দেশের জার্সিতে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে খেলতে দেখা গিয়েছিল কোহলিকে। রবিবার ম্যাচে যদি মাঠে নামেন তিনি, তাহলে প্রায় ১৪ মাস পরে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে খেলতে দেখা যাবে তাঁকে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: কোটি টাকার বিলাসবহুল গাড়িতে মুম্বই বিমানবন্দরে এলেন বিরাট, কাল দ্বিতীয় টি-টোয়েন্টি খেলবেন?