World Boxing Championships: দুইয়ে দুই, ভারতের হয়ে বক্সিং চ্যাম্পিয়নশিপে দিনের দ্বিতীয় সোনা জিতলেন স্বাতী
Saweety Boora: ২০১৪ সালে অল্পের জন্য সোনা হাতছাড়া হয়েছিল, রুপো জিতেছিলেন স্বাতী। নয় বছর পর অবশেষে সোনা জয়ের স্বপ্নপূরণ হল তাঁর।
নয়াদিল্লি: বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে (World Boxing Championships) ৪৮ কেজি বিভাগে সোনা জিতে ভারতের হয়ে দিনের শুরুটা ভালই করেছিলেন নীতু ঘনঘাস। দিনের শেষ ফাইনালেও সোনা এল ভারতের ঝুলিতে। ৮১ কেজি বিভাগে চিনের ওয়াং লিনা পরাজিত করলেন স্বাতী বোড়া (Saweety Boora)। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৪-৩ স্কোরে ম্যাচ জিতলেন ভারতীয় বক্সার।
অবশেষে স্বপ্নপূরণ
সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই করেই ফাইনালে নিজের জায়গা পাকা করেছিলেন স্বাতী। ফাইনালে কিন্তু প্রথম রাউন্ডেই দুরন্ত পারফর্ম করে তাঁর চিনা প্রতিপক্ষকে চাপে ফেলে দেন। দ্বিতীয় রাউন্ডে অবশ্য ওয়াং ম্যাচে ফিরে আসেন। একের পর এক বেশ কয়েকটি পাঞ্চ মারেন চিনের বক্সার। তবে দিনের শেষে ভারতীয় তারকাই ম্যাচটি জিতে নেন। ২০১৪ সালে অল্পের জন্য সোনা হাতছাড়া হয়েছিল, রুপো জিতেছিলেন স্বাতী। নয় বছর পর অবশেষে সোনা জয়ের স্বপ্নপূরণ হল তাঁর। সাত ভারতীয় বক্সার হিসাবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন ৩০ বছর বয়সি স্বাতী। এই নিয়ে বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের স্বর্ণপদকের সংখ্যা গিয়ে দাঁড়াল ১২।
নীতুর বিশ্বজয়
দিনের শুরুতে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ৪৮ কেজি বিভাগে মঙ্গোলিয়ার লুতসাইখান আলটানসেটসেগকে (Lutsaikhan Altansetseg) হারিয়ে স্বর্ণপদক জেতেন ভারতের নীতু ঘনঘাস (Nitu Ghanghas)। ৫-০ স্কোরলাইনে দাপটের সঙ্গে ফাইনাল জেতেন ভারতীয় বক্সার। ষষ্ঠ ভারতীয় হিসাবে বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন নীতু।
আলুয়া বালকিবেকোভাকে ৫-২ হারিয়ে ফাইনালে নিজের জায়গা পাকা করেন নীতু। এর আগে গত বছর কমনওয়েলথ গেমসে সোনা জিতলেও, বক্সিং চ্যাম্পিয়নশিপে কোনওদিনও সোনা জিততে পারেননি নীতু। তাই প্রথমবার খেতাব জয়ের আশা নিয়েই রিংয়ে নেমেছিলেন তিনি। প্রথম রাউন্ডে কিন্তু শুরু থেকেই নীতু দাপট দেখান। দ্বিতীয় রাউন্ডের শুরুর দিকে অবশ্য দুই বক্সারই হাড্ডাহাড্ডি লড়াই করেন। তবে শেষের দিকে নীতু রাশ নিজের দখলে নিয়ে নেন। প্রথম দুই রাউন্ডের পর নীতু এমনিই লিডে ছিলেন, তৃতীয় রাউন্ড শেষে তাঁর জয়টাও নিশ্চিত হয়ে যায়।
নীতুর আগে মেরি কম, সরিতা দেবী, জেনি আরএল, লেখা কেসি এবং গত বছর নিখাত জারিন বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে স্বর্ণপদক জিতেছিলেন। প্রত্যেকেই একবার চ্যাম্পিয়নশিপ জিতলেও, মেরি কমই একমাত্র বক্সার যিনি এক, দুই নয়, ছয়বার বিশ্বখেতাব জিতেছেন। প্রসঙ্গত, বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের প্রতিনিধিত্ব কিন্তু এখনই শেষ হয়নি। কাল লভলিনা বড়গোঁহাই ও নিখাত জারিনও নিজেদের বিভাগের ফাইনাল খেলতে রিংয়ে নামবেন।
আরও পড়ুন: লক্ষ্য আইএসএলজয়, এপ্রিলেই ঘোষিত হবে নতুন ইস্টবেঙ্গল কোচের নাম