SC East Bengal Update: নির্দিষ্ট প্রথম একাদশ না, সবাইকেই ঘুরিয়ে-ফিরিয়ে খেলানো হবে, বললেন এসসি ইস্টবেঙ্গল কোচ
SC East Bengal: মঙ্গলবার আইএসএল-এ নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে নামছে এসসি ইস্টবেঙ্গল। এখনও পর্যন্ত ৪ ম্যাচ খেলে পয়েন্ট ২। এফসি গোয়াকে হারিয়ে প্রথম জয়ের লক্ষ্যে হোসে ম্যানুয়েল দিয়াজের দল।
কলকাতা: গতবারের হতাশাজনক ফলের পর এবারের আইএসএল-এর শুরুটা খারাপ করেনি এসসি ইস্টবেঙ্গল। সোমবার যাদের কাছে ১-২ গোলে হেরে গেল এটিকে মোহনবাগান, নিজেদের প্রথম ম্যাচে সেই জামেশদপুর এফসি-র সঙ্গে ১-১ ড্র করেন ড্যানিয়েল চিমা, হীরা মণ্ডলরা। কিন্তু তারপরেই নেমে আসে বিপর্যয়। এটিকে মোহনবাগান এবং ওড়িশা এফসি-র সঙ্গে হার, দলের মান নিয়ে স্বয়ং কোচের প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ লাল-হলুদ শিবিরে চূড়ান্ত ডামাডোল তৈরি করে। তবে গত ম্যাচে চেন্নাইয়ান এফসি-র সঙ্গে গোলশূন্য ড্র ফের কিছুটা আশা জাগাচ্ছে। ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে দল। এই পরিস্থিতিতে মঙ্গলবার পয়েন্ট তালিকায় সবার শেষে থাকা এফসি গোয়ার মুখোমুখি হচ্ছে লাল-হলুদ ব্রিগেড। এই ম্যাচ থেকে পুরো তিন পয়েন্ট পাওয়াই লক্ষ্য।
চেন্নাই ম্যাচে প্রথম থেকেই দুর্দান্ত লড়াই করেন শুভম সেন, মহম্মদ রফিক, হীরা মণ্ডলরা। দ্বিতীয়ার্ধে আদিল খান, রাজু গায়কোয়াড়রা নামার পর দল আরও শক্তিশালী হয়। চেন্নাই ম্যাচে দ্বিতীয়ার্ধে যাঁরা খেলেছিলেন, তাঁরাই কি এবার প্রথম একাদশে সুযোগ পাবেন? এবিপি লাইভের এই প্রশ্নের জবাবে কোচ হোসে ম্যানুয়েল দিয়াজ জানালেন, ‘না, সেরকম কোনও পরিকল্পনা নেই। দলে যারা আছে, তারা সবাই গুরুত্বপূর্ণ। চেন্নাইয়ের বিরুদ্ধে আমরা ভাল খেলেছি। সবাইকেই ঘুরিয়ে-ফিরিয়ে সুযোগ দেওয়া হবে।’
এসসি ইস্টবেঙ্গলের প্রধান কোচ আরও বললেন, ‘আমাদের পরপর ম্যাচ খেলতে হচ্ছে। দু’টি ম্যাচের মধ্যে বেশিদিনের ব্যবধান থাকছে না। সেই কারণে সবাই সুযোগ পাবে। নির্দিষ্ট প্রথম একাদশ রাখা কঠিন।’
এই মরসুমের ঘোষিত অধিনায়ক অরিন্দম ভট্টাচার্য, জ্যাকিচাঁদ সিংহ, অঙ্কিত মুখোপাধ্যায় সহ দলের বেশ কয়েকজন ফুটবলারের চোট। অঙ্কিত তো এখনও একটিও ম্যাচ খেলতে পারেননি। এতজনের চোট চিন্তায় রাখছে লাল-হলুদ শিবিরকে। অঙ্কিত, জ্যাকিচাঁদরা কবে ফিট হয়ে দলে ফিরবেন, কোচও সেটা বলতে পারছেন না। তা সত্ত্বেও গোয়ার বিরুদ্ধে জয় ছাড়া কিছু ভাবছে না দল। গোয়া তিন ম্যাচ খেলে তিনটিই হেরেছে। এই পরিসংখ্যান কিছুটা ভরসা দিচ্ছে লাল-হলুদ শিবিরকে।