(Source: ECI/ABP News/ABP Majha)
ইংল্যান্ড সিরিজ: টেস্ট ম্যাচের আর্থিক অনুদানে অনুমতি সুপ্রিম কোর্টের, স্বস্তিতে বিসিসিআই
নয়াদিল্লি: অর্থ-সঙ্কটের আপাত-সমাধান৷ সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি বিসিসিআইয়ের৷ ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের প্রথম তিনটি ম্যাচের জন্য রাজ্য ক্রিকেট সংস্থাগুলিকে আর্থিক অনুদানের অনুমতি দিল সুপ্রিম কোর্ট৷ এদিন রাজ্য ক্রিকেট সংস্থাগুলিকে আর্থিক অনুদানের আর্জি জানিয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয় ভারতীয় বোর্ড৷ ওই অর্থ দেওয়া না গেলে ম্যাচ আয়োজন করাই অসম্ভব হয়ে পড়বে বলে জানান বিসিসিআইয়ের কৌঁসুলি কপিল সিব্বল৷
এই সংক্রান্ত আরও খবর:
সুপ্রিম কোর্টে জোরাল ধাক্কা বোর্ডের, আর্থিক বিষয় খতিয়ে দেখতে অডিটর নিয়োগের নির্দেশ লোঢা কমিটিকে
প্রধান বিচারপতি টি এস ঠাকুরের সঙ্গে বিষয়টি আলোচনার পর বিচারপতি এআর দাভে ও এ এম খানউইলকর নির্দেশ দেন, ভারত-ইংল্যান্ড প্রথম তিনটি টেস্টের জন্য সংশ্লিষ্ট রাজ্য ক্রিকেট সংস্থাকে আর্থিক অনুদান দিতে পারবে ভারতীয় বোর্ড৷ ৩ ডিসেম্বর পর্যন্ত আয়োজিত টেস্ট ম্যাচগুলির ক্ষেত্রে অনুদানের অনুমতি৷ প্রতি রাজ্য সংস্থাকে ৫৮ লক্ষ ৬৬ হাজার টাকা অনুদান দেওয়া যাবে৷
এই সংক্রান্ত আরও খবর:
লোঢা-সুপারিশ না মানলে রদ অনুদান, সুপ্রিম কোর্টে ফের ধাক্কা খেল বিসিসিআই
লোঢা সুপারিশ কতদিনে কার্যকর করা যাবে, ৩ ডিসেম্বরের মধ্যে তা হলফনামা দিয়ে জানাতে বলা হয়েছিল বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুরকে৷ সেই সময়সীমা শেষ না হওয়া পর্যন্ত রাজ্য সংস্থাগুলিতে অনুদানের অনুমতি দেওয়া হল৷ ম্যাচ আয়োজন নিয়ে কাটল জটিলতা৷
এই সংক্রান্ত আরও খবর: