Scott Styris on IPL: আইপিএলের জন্য বরাদ্দ সময় বাড়ার পক্ষেই সওয়াল করলেন কিউয়ী প্রাক্তনী স্টাইরিস
Scott Styris: স্টাইরিসের মতে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড, এই তিন দলই সবথেকে জনপ্রিয় এবং এরাই আইসিসির জন্য সবথেকে বেশি অর্থ এনে দেয়, তাই এই তিন দলের এফটিপি অনুযায়ী বেশি ম্যাচ খেলাটাই স্বাভাবিক।
নয়াদিল্লি: সদ্যই আইসিসির তরফে ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত আইসিসির তরফে পুরুষ দলগুলির ভবিষ্যতের ট্যুর প্রোগ্রাম ঘোষণা করা হয়েছে। সেই প্রোগ্রামেই আসন্ন দিনে আইপিএলের (IPL) জন্য দুই মাসের উইন্ডো বরাদ্দ করা হয়েছে। প্রাক্তন নিউজিল্যান্ড ক্রিকেটার স্কট স্টাইরিস (Scott Styris) আইসিসির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
স্টাইরিসের মন্তব্য
স্টাইরিস বলেন, 'আমার মনে আছে বছর দশেক আগে প্রশ্ন ছিল যে কী করে বছরের চার-পাঁচদিন বের করা যাবে আর এখন সেটা তিন মাসের উইন্ডো পেতে চলেছে। এই বদলটা হতে অনেকটাই সময় লেগে গেল, তবে শেষমেশ বগল হচ্ছে। এর ফলে আমার মনে হয় সমগ্র বিশ্বের তাবড় তাবড় তারকারা একসঙ্গে দেশের তরফে কোনও ঝুট ঝামেলা ছাড়াই খেলতে পারবে। এটা কিন্তু খারাপ জিনিস নয়। আমি ১০ বছর আগেও এর পক্ষে ছিলাম এবং এখনও এর পক্ষেই আছি।'
এই সূচি অনুযায়ী পরবর্তী চার বছরে ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় সবচেয়ে বেশি ম্যাচ খেলবে। স্টাইরিসের মতে এই তিন দলই সবথেকে জনপ্রিয় এবং এরাই আইসিসির জন্য সবথেকে বেশি অর্থ এনে দেয়, তাই এই তিন দলের বেশি ম্যাচ খেলাটাই স্বাভাবিক। এই সূচির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল ভারতীয় দলের (Indian Cricket Team) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ টেস্ট ম্যাচের দুইটি সিরিজ।
অজিদের বিরুদ্ধে দুই সিরিজ
সূচি অনুযায়ী আইসিসির ১২ টি পূর্ণ সদস্য দেশ সব মিলিয়ে মোট ৭৭৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে। এর মধ্যে ১৭৩টি টেস্ট, ২৮১টি ওয়ান ডে এবং ৩২৩টি ২০ ওভারের ম্যাচের সূচি দেওয়া রয়েছে। এই সূচির মধ্যেই একগুচ্ছ আইসিসি ইভেন্ট অনুষ্ঠিত হবে, যার মধ্যে রয়েছে দুইটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপও। ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে এই টেস্ট চ্যাম্পিয়নশিপের দরুণ অস্ট্রেলিয়ার পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে যাবে ভারতীয় দল। ২০২৫ থেকে ২০২৭ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপে আবার অস্ট্রেলিয়া ভারতের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসবে। ৩০ বছর পর এই প্রথমবার দুই ক্রিকেট পাওয়ারহাউস একে অপরের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। শেষবার পাঁচ ম্যাচের সিরিজে ভারতীয় দল অজিদের বিরুদ্ধে ৪-০ হেরেছিল। তবে চলতি ধারা বজায় রেখে এই গোটা সূচিতে ভারত-পাকিস্তানের কোনও দ্বিপাক্ষিক সিরিজ নেই।
আরও পড়ুন: এক দলে দুই প্রাক্তন নাইট অধিনায়ক, সৌরভের অধীনে খেলবেন গম্ভীর