আইস ক্রিকেটে দুরন্ত অর্ধশতরানের পর টুইট সহবাগের, প্রশংসা সৌরভের

সেন্ট মরিৎজ (সুইৎজারল্যান্ড): ঘাসের মাঠে তাঁর বিস্ফোরক ব্যাটিং চাক্ষুষ করেছে দুনিয়া। কিন্তু, বরফের মাঠেও যে তাঁর ব্যাট সমান ভাবে চলে, তার প্রমাণ দিলেন বীরেন্দ্র সহবাগ।
সুইৎজারল্যান্ডের সেন্ট মরিৎজে চলতি আইস-ক্রিকেট চ্যালেঞ্জ টুর্নামেন্টে অংশ নিতে গিয়েছেন বীরু। সেখানে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদির নেতৃত্বাধীন দলের বিরুদ্ধে দুরন্ত অর্ধশতরান করেন তিনি।
গোটা ক্রিকেট কেরিয়ারে যে পরিবেশে খেলেছেন তিনি, এই টুর্নামেন্টের পরিবেশ ছিল একেবারে ভিন্ন। পিছনে অ্যাল্পাইন পর্বতমালা, চারদিকে বরফে মোড়া। এমনকী, মাঠও। তাপমাত্রা, হিমাঙ্কের পাঁচ ডিগ্রি নীচে। কিন্তু, কোনও প্রতিকূলতাই বীরুর কাছে যে প্রতিবন্ধকতা নয়, তার প্রমাণ দিলেন ভারতের এই প্রাক্তন তারকা ব্যাটসম্যান।
ম্যাচে ৩১ বলে দুর্ধর্ষ ৬২ রান করেন সহবাগ। তাঁর ইনিংস সাজানো ছিল পাঁচটি ছক্কায়। এরপরই, টুইটারে নিজের খেলা নিয়ে মন্তব্য করেন বীরু। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে লেখেন, ‘হাতিয়ার নামিয়ে রেখেছি, কিন্তু চালাতে ভুলে যাইনি। বরফে দারুন মজা হচ্ছে।’
https://twitter.com/virendersehwag/status/961654178539065351বীরুর এই টুইট অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়ে যায় তাঁর ভক্তদের মধ্যে। অনেকেই প্রতিক্রিয়া জানান। আর সেই তালিকায় ছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও। সহবাগের টুইটে তিনি জবাব দেন, কী দারুন বললে, বীরু!
https://twitter.com/SGanguly99/status/961663275619536897সহবাগের দুরন্ত অর্ধশতরান এবং সাইমন্ডসের(৪০) দৌলতে তাঁর দল ডায়মন্ড একাদশ ২০ ওভারে ১৬৪ রান তোলে। যদিও, তা যথেষ্ট ছিল না। ওয়েইস শাহের ৭৪ রানের ওপর ভর করে পাঁচ ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় আফ্রিদির দল।
এই ম্যাচে একাধিক প্রাক্তন ক্রিকেটার অংশগ্রহণ করেছিলেন। সেই তালিকায় রয়েছে—মাইকেল হাসি, শোয়েব আখতার এবং মাহেল জয়বর্ধনে। ম্যাচ খেলা হয়েছিলে কার্পেটের ওপর। বরফের ওপর ক্রিকেটের অভিনব ভাবনার প্রশংসা করে সহবাগ জানান, এর ফলে পর্যটকদের কাছে এই জায়গাটির আকর্ষণ বৃদ্ধি পাবে।






















