ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজও ‘স্পিন কিংবদন্তী’কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
5/9
আইসিসি-র ট্যুইট-ভারতের হয়ে হরভজন তিনটি ফর্ম্যাটে মোট ৩৫৬৯ রান করেছেন এবং ৭১১ টি উইকেট নিয়েছেন। জন্মদিনের শুভেচ্ছা, হরভজন সিংহ।
6/9
শুধু বীরু নয়, ক্রিকেট জগতের আরও অনেক তারকাই ভাজ্জিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সচিন তেন্ডুলকরের ট্যুইট, শুভ জন্মদিন ছোট ভাই, দারুন খুশি থাক ও সফল হও।
7/9
বীরু ট্যুইটারে বিভিন্ন বিষয়ে মজাদার মন্তব্যের জন্য বেশ জনপ্রিয়তা পেয়েছেন। এবার জন্মদিনে শুভেচ্ছা জানাতে গিয়ে ভারতীয় দলের স্পিনার হরভজনের জীবনের একটি কাহিনী শুনিয়েছেন। বীরু বলেছেন, একটা সময় পরিবারকে আর্থিক সহায়তা করতে ভাজ্জি কানাডায় গিয়ে ট্রাক চালাবেন বলে ভেবেছিলেন। পরে মত পরিবর্তন করেন এবং ভারতের ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা স্পিনার হয়ে ওঠেন। ভাজ্জির এই যাত্রা অসাধারণ বলে মন্তব্য করেছেন বীরু।
8/9
ভাজ্জি এখনও আনুষ্ঠানিকভাবে অবসর নেননি। নীল জার্সিতে তিনি শেষ ম্যাচ খেলেছেন গত বছরের মার্চে ঢাকায় সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে।
9/9
সোমবার ৩৭ বছরে পা দিলেন হরভজন সিংহ। জন্মদিনে প্রাক্তন সহ খেলোয়াড় ভাজ্জি সম্পর্কে একটি অজানা ঘটনা প্রকাশ্যে আনলেন বীরু। টার্বুনেটরের কেরিয়ারের যাত্রাপথের একটি আকর্ষণীয় কাহিনী জানিয়েছেন সহবাগ।