Serena Williams: বর্ণময় কেরিয়ারে ইতি, যুক্তরাষ্ট্র ওপেনে হেরে টেনিসকে বিদায় জানালেন সেরিনা উইলিয়ামস
US Open: ২৩ গ্র্যান্ড স্ল্যামের মালিক যুক্তরাষ্ট্র ওপেনের তৃতীয় রাউন্ডে ম্যাচে একেবারে শেষ পয়েন্ট অবধি লড়াই চালিয়ে গিয়েছেন। এক দুই নয়, সাত সাতটি ম্যাচ পয়েন্ট সেভ করেন সেরিনা।
নিউ ইয়র্ক: যুক্তরাষ্ট্র ওপেনের তৃতীয় রাউন্ডেই থেমে গেল সেরিনা উইলিয়ামসের দৌড়। শেষ হল ওপেন যুগের মতান্তরে সেরা মহিলা টেনিস খেলোয়াড়ের কেরিয়ার। অস্ট্রেলিয়ান তারকা আলিয়া টমলানোভিচের বিরুদ্ধে তিন ঘণ্টা পাঁচ মিনিটের লড়াইয়ে শেষ পর্যন্ত হারতেই হল কিংবদন্তি সেরিনাকে। তিন সেটের লড়াইয়ে ৭-৫, ৬-৭ (৪), ৬-১ স্কোরলাইনে হেরে যুক্তরাষ্ট্র ওপেন থেকে ছিটকে গেলেন তিনি। সঙ্গে সঙ্গে শেষ হল তাঁর বর্ণময় টেনিস কেরিয়ারও।
অবসরের সিদ্ধান্তে পুনর্বিবেচনা?
গত মাসেই ৪০ বছর বয়সি সেরিনা ইঙ্গিত করেছিলেন যে তিনি এই বারের যুক্তরাষ্ট্র ওপেন শেষেই বিদায় জানাতে চলেছেন টেনিসকে। সেইমতোই এই পরাজয়ের সঙ্গে সঙ্গেই শেষ হল সেরিনার কেরিয়ার। তবে সেরিনা কি নিজের মতবদল করবেন? তাঁকে কি আর দেখা যাবে টেনিস কোর্টে? ম্যাচ শেষে এক আবেগঘন সেরিনাকে এই প্রশ্ন করা হলে তাঁর সাফ জবাব, 'আমার মনে হয় না এমনটা হবে। তবে ভবিষ্যতের কথা নিশ্চিত করে কেউ বলতে পারে না। এই সফরটা দারুণ ছিল। এটাই আমার জীবনের সেরা সফর। আমার কেরিয়ারে যে সকল ব্যক্তিরা আমায় উৎসাহিত করেছেন, তাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ। আপনাদের জন্যই আমি এখানে পৌঁছতে পেরেছি।' ২৩ গ্র্যান্ড স্ল্যামের মালিক সেরিনা কিন্তু নিজের শেষ ম্যাচেও গ্যালারিভর্তি দর্শকের সামনে নিজের সবটা উজাড় করে দেন।
Major memories made across the 🌎@AustralianOpen | @RolandGarros | @Wimbledon | #USOpen pic.twitter.com/aF6tmMBA3B
— US Open Tennis (@usopen) September 3, 2022
শেষ পয়েন্ট পর্যন্ত লড়াই
প্রথম সেটে হারার পর সেরিনা দ্বিতীয় সেটে দুর্ধর্ষ লড়াই করেন। টাই ব্রেকারে দ্বিতীয় সেট জিতে ম্যাচে কামব্যাক করেন সেরিনা। তবে সেই কামব্যাকের জেরে স্বাভাবিকভাবেই ক্লান্ত হয়ে পড়েন সেরিনা। বহুদিন পরে উইম্বলডনের আগেই কোর্টে ফিরেছিলেন সেরিনা। তাই তাঁর ফিটনেস নিয়ে একটা প্রশ্নচিহ্ন ছিলই। এই ম্যাচের শেষ সেটে সেই ফিটনেসই বাঁধা হয়ে দাঁড়াল সেরিনার। অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে ফিটনেসে মার খাওয়া সেরিনা, সেটে ৫-১ পিছিয়ে ছিলেন। তবে হার আসন্ন দেখেও লড়াই থামাননি তিনি। এক দুই নয়, সাত সাতটি ম্যাচ পয়েন্ট সেভ করেন সেরিনা। কিন্তু শেষমেশ ৬-১ স্কোরলাইনেই তৃতীয় সেট ও ম্যাচ হারতে হয় তাঁকে।
আরও পড়ুন: দীপিকা, রশ্মিকা, রোহিতদের 'মেগা ব্লকবাস্টার'-এর রহস্য ফাঁস করে ফেললেন সৌরভ!