এক্সপ্লোর
Advertisement
চাপের মুখে অস্ট্রেলিয়া, নববর্ষের সকালেই অনুশীলনে নেমে পড়লেন ক্রিকেটাররা
সিডনি:ঘরের মাঠে সিরিজ। কিন্তু প্রবল চাপে অস্ট্রেলিয়া। মেলবোর্ন টেস্টে জিতে সিরিজে ২-১ এগিয়ে ভারত। সিডনিতে শেষ টেস্ট জিতে সিরিজ জয়ের হাতছানি ভারতের। অন্যদিকে, সিরিজে হার এড়ানোর মরিয়া লড়াই অস্ট্রেলিয়ার কাছে। শেষ ম্যাচ জিতে সিরিজ ড্র করলে কিছুটা হলেও মুখরক্ষা হবে। এ কথা মাথায় রেখেই নববর্ষের প্রথম দিনের সকালেও গা ঘামালেন অজি ক্রিকেটাররা। অধিনায়ক টিম পেইন সহ দলের সাত খেলোয়াড় মঙ্গলবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডের নেটে অনুশীলনে নেমে পড়লেন। সিরিজের শেষ টেস্টের প্রস্ততি হিসেবে তাঁরা নয়া বছরের প্রথম দিনটাতেও গা ঘামালেন।
ক্রিকেট অস্ট্রেলিয়ার সরকারি ওয়েবসাইট অনুসারে, চোদ্দ সদস্যের দলের সাতজন টিম পেইন, নাথন লায়ন, উসমান খোয়াজা, অ্যারন ফিঞ্চ, মার্কাস হ্যারিস, পিটার হ্যান্ডসকোম্ব, মার্কাস লাবুসশেন ২০১৯-র প্রথম দিন সিডনিতে অনুশীলন করেছেন। অনুশীলন অবশ্য বাধ্যতামূলক ছিল না। লাবুসসেন তাঁর কুইন্সল্যান্ড দলের সহ খেলোয়াড় খোয়াজাকে বোলিং করেন। তাঁকে এই ম্যাচের জন্য দলে নেওয়া হয়েছে। গত তিনটি টেস্টে মাত্র একটি অর্ধশতরান করেছেন ওপেনার অ্যারন ফিঞ্চ। তিনি অবশ্য নেটে ব্যাটিং করেননি। কোনও কোনও মহলে খবর, শেষ টেস্টে তাঁকে প্রথম একাদশের বাইরে রাখা হতে পারে।A fresh face, plenty of energy and a new mate for Usman Khawaja as Marnus Labuschagne joins the Test squad!#AUSvIND | @alintaenergy pic.twitter.com/FUd3YMUtW4
— cricket.com.au (@cricketcomau) January 1, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খবর
Advertisement