IND W vs BAN W: ব্যাটে, বলে অনবদ্য শেফালি, বাংলাদেশকে হেলায় হারাল ভারতীয় মহিলা দল
Women's Asia Cup: গতকালই পাকিস্তানের বিরুদ্ধে ১৩ রানে হেরেছিল ভারতীয় দল। তার ২৪ ঘণ্টার মধ্যেই ৫৯ রানে বাংলাদেশকে হারিয়ে আবার জয়ের সরণীতে ফিরল ভারত, অবশ্য হরমনপ্রীত এই ম্যাচে খেলেননি।
![IND W vs BAN W: ব্যাটে, বলে অনবদ্য শেফালি, বাংলাদেশকে হেলায় হারাল ভারতীয় মহিলা দল Shafali Verma shines with both bat and bowl as India beat Bangladesh by 59 runs in Women's Asia Cup IND W vs BAN W: ব্যাটে, বলে অনবদ্য শেফালি, বাংলাদেশকে হেলায় হারাল ভারতীয় মহিলা দল](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/08/40a4004f3f66837cc32f315d87946cda1665229706152507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সিলেট: পাকিস্তানের বিরুদ্ধে ব্যাটিং ব্যর্থতা অতীত। বাংলাদেশের বিরুদ্ধে (INDW vs BANW) ভারতীয় টপ অর্ডারের ব্যাটিং দাপটে ভর করেই নিগার সুলতানাদের ৫৯ রানে হারাল ভারতীয় দল। গতকাল মহিলাদের এশিয়া কাপে (Women's Asia Cup 2022) পাকিস্তানর বিরুদ্ধে ১৩ রানে পরাজিত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই আবার জয়ের সরণীতে ফিরলেন স্মৃতি মান্ধানারা। দুরন্ত অর্ধশতরানে ফর্মে ফেরার ইঙ্গিত দিলেন ওপেনার শেফালি ভার্মা (Shafali Verma)।
টপ অর্ডারের দাপট
বাংলাদেশের বিরুদ্ধ টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় স্ট্যান্ড ইন অধিনায়ক স্মৃতি। দলের দুই ওপেনার শেফালি ও স্মৃতি মান্ধানা, অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণিত করেন। ওপেনিংয়ে ৯৬ রান যোগ করেন স্মৃতি ও শেফালি। এই ওপেনিং পার্টনারশিপে ভর করেই ভারতীয় দল নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে ১৫৯ রান তোলে। তিন নম্বরে নেমে পাকিস্তানের বিরুদ্ধে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন জেমাইমা রডরিগেজ। রানে ফিরলেন তিনিও। ২৪ বলে ৩৫ রানের সুন্দর একটি ইনিংস খেলেন তিনি। তবে হরমনপ্রীতহীন ভারতীয় মিডল অর্ডার ব্যাট হাতে ব্যর্থ হয়। এর ফলে ১৫৯ রানের বেশি তুলতে পারেনি ভারত।
Innings Break!
— BCCI Women (@BCCIWomen) October 8, 2022
A fine batting performance by #TeamIndia to finish at 159/5 👊
Over to our bowlers to defend the score. 👍
Scorecard ➡️ https://t.co/YrBDw2RKTJ#INDvBAN #AsiaCup2022 pic.twitter.com/VdpHRZxKjL
বাংলাদেশের মন্থর ব্যাটিং
জবাবে বাংলাদেশ মাত্র ১০০ রানের বেশি এগোতে পারেনি। বাংলাদেশের হয়ে অধিনায়ক নিগার সুলতানা ৩৬ রান করেন। ওপেনার ফরজানা হক ৩০ রান করলেও, তা করতে ৪০ বল খেলে ফেলেন। আরেক ওপেনার মুর্শিদা খাতুন ২১ রান করতে নেন ২৫ বল। তাই বাংলাদেশি ওপেনাররা ৪৫ রান যোগ করলেও, শুরু থেকেই ম্যাচে পিছিয়ে পড়েছিল পদ্মাপারের দল। শেষমেশ সাত উইকেটে ১০০ রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস। ভারতের হয়ে দীপ্তি শর্মা ও শেফালি ভার্মা দুইটি করে উইকেট নেন। একটি করে উইকেট পান রেণুকা সিংহ ও স্নেহ রানা। সোমবার তাইল্যান্ডের বিরুদ্ধে নিজেদের গ্রুপপর্বের শেষ ম্যাচে মাঠে নামবে ভারতীয় দল।
আরও পড়ুন: চোটের জেরে ছিটকে গেলেন চাহার, ভারতীয় দলে ডাক পেলেন ওয়াশিংটন সুন্দর
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)