Kolkata News: 'সৎমার পূর্ব পরিচিত CISF জওয়ান'! চিনার পার্কের ভুয়ো IT অভিযান প্রসঙ্গে কী জানালেন DC ?
ABP Ananda LIVE : আসল কেন্দ্রীয় বাহিনী নিয়ে ভুয়ো আয়কর অভিযান ! ভুয়ো IT অভিযান, ১ মহিলা কনস্টেবল-সহ ৫ CISF জওয়ান গ্রেফতার । চিনার পার্কের একটি ফ্ল্যাটে ভুয়ো আয়কর অভিযান, টাকা-গয়না নিয়ে উধাও !সন্দেহ হওয়ায় বাগুইআটি থানায় অভিযোগ দায়ের অভিযোগকারিণীর । পুলিশের অভিযান, ফরাক্কা-সহ একাধিক জায়গা থেকে ৫জওয়ান গ্রেফতার। ধৃতদের মধ্যে এক মহিলা CISF জওয়ানের আর জি কর মেডিক্যালের পোস্টিং।'অভিযোগকারিণীর সঙ্গে সৎমার ঝামেলা, সৎমার পূর্ব পরিচিত CISF জওয়ান'। পূর্ব পরিচিত CISF জওয়ানকে কাজে লাগিয়ে ভুয়ো আয়কর অভিযানের ছক: পুলিশ সূত্র। ভুয়ো IT অভিযান, ফরাক্কা বাঁধের নিরাপত্তায় থাকা CISF-এর ইন্সপেক্টর অমিত সিংহ গ্রেফতার। সম্পত্তি লুঠ করার উদ্দেশ্যেই ভুয়ো আয়কর অভিযানে CISF-র জওয়ানরা: পুলিশ সূত্র।
Kolkata News: কলকাতার নামী হাসপাতালে এবার জাল ইঞ্জেকশন ! বড় সার্জারিতে ব্যবহার হয় এই গুরুত্বপূর্ণ অ্যালবুমিন..
কলকাতার নামী হাসপাতালেও এবার জাল ইঞ্জেকশন! মুম্বই থেকে ৩ হাত ঘুরে কলকাতার হাসপাতালে জাল ইঞ্জেকশন। উল্টোডাঙার নর্থ সিটি নার্সিংহোমে জাল অ্যালবুমিন ইঞ্জেকশন। কলকাতায় ছড়িয়ে জাল ইঞ্জেকশন, অভিযোগ প্রস্তুতকারী সংস্থার।






















