SRK New Team Owner: এবার মহিলা ক্রিকেট দলের মালিক হলেন শাহরুখ খান
Women's Cricket Team: নাইট রাউডার্স ফ্র্যাঞ্চাইজির নয়া ক্রিকেট টিম শুরু হল মহিলাদের নিয়ে। নাম 'ট্রিনবাগো নাইট রাইডার্স'। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের আগামী মরসুমে তাঁরা তাঁদের প্রথম ম্যাচ খেলবেন।
মুম্বই: এবার মহিলা ক্রিকেট দলের (Women's Cricket Team) মালিক হলেন কিং খান (King Khan)। ট্যুইটার হ্যান্ডলে পোস্ট করে শাহরুখ খান (Shah Rukh Khan) ঘোষণা করেন যে তাঁর নাইট রাইডার্স ক্রিকেট দল ফ্র্যাঞ্চাইজি প্রথম মহিলা ক্রিকেট দল শুরু করল।
মহিলা ক্রিকেট দলের মালিক হলেন শাহরুখ খান
নাইট রাউডার্স ফ্র্যাঞ্চাইজির নয়া ক্রিকেট টিম শুরু হল মহিলাদের নিয়ে। নাম 'ট্রিনবাগো নাইট রাইডার্স' (Trinbago Knight Riders)। ডিয়ান্ড্রা ডটিনের (Deandra Dottin) নেতৃত্বে ৩০ অগাস্ট থেকে শুরু হওয়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের আগামী মরসুমে তাঁরা তাঁদের প্রথম ম্যাচ খেলবেন।
শাহরুখ এদিন ট্যুইটারে লেখেন, 'আমাদের সকলের জন্য এটা খুবই আনন্দের মুহূর্ত। আশা করছি আমি ওঁদের লাইভ দেখার জন্য উপস্থিত থাকতে পারব।'
আগামী ৩০ অগাস্ট শুরু হচ্ছে 'ওম্যান্স ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ'। শাহরুখের দল ছাড়া আর দুটো দল ওই সিরিজে খেলবে বলে নিশ্চিত করেছে। এক বারবাডোস রয়্যালস ও অন্যটি গুয়ানা অ্যানাজন ওয়ারিয়র্স।
This is such a happy moment for all of us at @KKRiders @ADKRiders & of course the lovely set of people at @TKRiders Hope I can make it there to see this live!! https://t.co/IC9Gr96h92
— Shah Rukh Khan (@iamsrk) June 17, 2022
শাহরুখ খান ও জুহি চাওলা নাইট রাইডার্স গ্রুপের মালিক। তাঁদের একসঙ্গে তিনটি ক্রিকেট দল আছে। কলকাতা নাইট রাইডার্স, লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স ও আবু ধাবি নাইট রাইডার্স।
আরও পড়ুন: 'Lagaan' Reunion: ২১ বছরে 'লগান'! ছবির গোটা টিমের পুনর্মিলনের ভিডিও ভাইরাল
ক্রিকেট ছাড়াও এখন একের পর এক ছবির কাজে ব্যস্ত শাহরুখ খান। আগামী বছর তাঁর তিন তিনটে ছবি মুক্তি পাচ্ছে। প্রায় আড়াই বছর পর তাঁকে বড়পর্দায় দেখার জন্য উৎস্যুক অনুরাগীরা।