এক্সপ্লোর
করোনা ত্রাণে সাহায্যের জন্য ব্যাট কিনলেন, মুশফিকুরের প্রশংসায় আফ্রিদি
পাকিস্তানের মতোই বাংলাদেশেও করোনা সংক্রমণ বাড়ছে।

ঢাকা: করোনা ভাইরাসের সময় মানুষকে সাহায্য করার জন্য ২০১৩ সালে গলে টেস্ট ম্যাচে বাংলাদেশের হয়ে প্রথম দ্বিশতরান করা ব্যাট নিলামে তুলেছিলেন মুশফিকুর রহিম। বাংলাদেশের মুদ্রায় প্রায় ১৭ লক্ষ টাকা দিয়ে সেই ব্যাট কিনলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি। তিনি এক ভিডিও বার্তায় মুশফিকুরের এই উদ্যোগের প্রশংসা করে বলেছেন, ‘মুশফিক, আপনি দেশের মানুষের জন্য দারুণ কাজ করছেন। আসল নায়করাই এই কাজ করে। আমরা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এই সময় একে অপরকে দরকার হয়। বাংলাদেশের মানুষের কাছ থেকে ভালবাসা, আন্তরিকতা পেয়েছি তা মনে থাকবে। আমি পাকিস্তানিদের পক্ষ থেকে আপনার ক্রিকেট ব্যাট কিনে এই যাত্রায় সঙ্গী হতে চেয়েছি। পুরো পাকিস্তান ও শাহিদ আফ্রিদি ফাউন্ডেশনের প্রার্থনা আপনাদের সঙ্গে আছে। আশা করি এই রোগ দূর হয়ে যাবে এবং ক্রিকেট মাঠে আবার দেখা হবে।’
এভাবে পাশে দাঁড়ানোর জন্য আফ্রিদিকে ধন্যবাদ জানিয়ে মুশফিকুর বলেছেন, ‘অপ্রত্যাশিতভাবে কয়েকজন ভুয়ো ক্রেতার জন্য আমরা নিলাম বন্ধ করে দিতে বাধ্য হই। সে কথা জানতে পেরে শাহিদভাই নিজে আমার সঙ্গে যোগাযোগ করেন। ১৩ মে তিনি চিঠি পাঠিয়ে জানান, ২০ হাজার মার্কি ডলার দিয়ে ব্যাটটি কিনতে চান, যা বাংলাদেশের মুদ্রায় ১৬.৮ লক্ষ টাকা।’ পাকিস্তানের মতোই বাংলাদেশেও করোনা সংক্রমণ বাড়ছে। দু’দেশেই অনেকের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে ক্রিকেটাররা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। আফ্রিদি নিজের দেশের ত্রাণকার্য চালানোর পাশাপাশি বাংলাদেশের সাহায্যেও এগিয়ে এলেন।Thanks for your support brother ✊✊✊ pic.twitter.com/QeLiJBx0nY
— Mushfiqur Rahim (@mushfiqur15) May 15, 2020
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















