এক্সপ্লোর
কোনও ম্যাচ না হেরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জিততে চান সাকিব

ঢাকা: রবিবার অস্ট্রেলিয়ার সঙ্গে শুরু হতে চলা টেস্টের প্রাক্কালে তাঁরা কোনও ম্যাচ না হেরে সিরিজ জিততে চান বলে জানিয়ে দিলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব বলেছেন, কেন এটা সম্ভব নয়, বুঝি না। দুটি টেস্টেই জিততে চাই। রিকি পন্টিংয়ের নেতৃত্বে অস্ট্রেলিয়া ক্রিকেট দল শেষ বাংলাদেশ সফরে এসেছিল ২০০৬ সালে। সেবার অস্ট্রেলিয়া ২-০ ফলে সিরিজ জিতেছিল। এক দশক বাদে স্টিভ স্মিথের অধিনায়কত্বে বাংলাদেশ সফরে আসা এবারের অস্ট্রেলিয়া টিম খাতায় কলমে অনেক শক্তিশালী। সাকিব অবশ্য বলেছেন, দুটি টেস্টেই জিততে হলে সব দিকে ভাল করতে হবে আমাদের। শক্তি যেমনই হোক, অস্ট্রেলিয়া সবসময়ই কঠিন বিপক্ষ। দ্রুত যে কোনও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয় ওরা। আর কেউ এটা ভাল পারে না ওদের চেয়ে। দক্ষিণ আফ্রিকার সঙ্গে সাম্প্রতিক দ্বৈরথে ভাল রান করেনি অস্ট্রেলিয়া। বিশ্বের দু নম্বর টেস্ট দল ২০১৬-য় শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ হেরেছে ৩-০য়। চলতি বছরের প্রথমদিকে ভারতের কাছেও ২-১ ফলে সিরিজ হেরেছে। অন্যদিকে বাংলাদেশ শেষ তিনটি টেস্টের দুটি জিতেছে, একটি শ্রীলঙ্কা, অন্যটি ইংল্যান্ডের বিরুদ্ধে। বাংলাদেশের দুই স্পিনার মেহেদি হাসান ও তাইজুল ইসলাম অস্ট্রেলিয়ার নামী ব্যাটিং লাইন আপে ধস নামাতে পারবেন বলে আশাবাদী সাকিব। তিনি বলেছেন, ওদের চেয়ে আমার স্পিনে ভাল বলে মনে হয়। সব পরিবেশে নয়, তবে ঘরোয়া মাঠে আমরা ওদের চেয়ে স্পিনে এগিয়ে। তাইজুল, মেহেদি দীর্ঘদিন ধরে ভাল বল করছে। এই সিরিজেও ভাল করবে বলে আমার আশা। প্রসঙ্গত, ১০৮ রানে ইংল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম ঐতিহাসিক টেস্ট জয়ের ম্যাচে বিপক্ষের ২০টি উইকেটই ঝুলিতে ভরেন সাকিব, মেহেদি ও তাইজুল।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ক্রিকেট
লাইফস্টাইল-এর
ক্রিকেট
খেলার






















