(Source: ECI/ABP News/ABP Majha)
Shane Warne Update: ওয়ার্নের সর্বকালের সেরা ১০ পেস বোলারের তালিকায় নেই কোনও ভারতীয়
Shane Warne Update: সর্বকালের সেরা ১০ ফাস্ট বোলারের নাম ঘোষণা করলেন শেন ওয়ার্ন। কিংবদন্তি এই স্পিনারের তালিকা দেখে অবাক হয়েছেন সবাই। নিজের তালিকায় ৩ জন অজি পেসারকে রেখেছেন ওয়ার্ন।
সিডনি: নিজের পছন্দের সর্বকালের সেরা ১০ ফাস্ট বোলারের নাম ঘোষণা করলেন শেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ার স্পিন কিংবদন্তি তাঁর পছন্দের দশজনের তালিকায় রাখেননি কোনও ভারতীয় পেসারকে। কিংবদন্তি এই স্পিনারের তালিকা দেখে অবাক হয়েছেন সবাই। নিজের তালিকায় ৩ জন অজি পেসারকে রেখেছেন ওয়ার্ন।
নিজের তালিকায় শেন ওয়ার্ন রেখেছেন তিন অজি প্রাক্তন তারকা পেসার ডেনিস লিলি, জেফ থমসন ও তাঁর একসময়ের সতীর্থ গ্লেন ম্যাকগ্রাকে। ইংল্য়ান্ডের তারকা পেস বোলার জেমস অ্যান্ডারসন রয়েছেন ওয়ার্নের তালিকায়। এছাড়াও রয়েছেন প্রাক্তন পাক অধিনায়ক ও কিংবদন্তি পেসার ওয়াসিম আক্রম।
সদ্য ক্রিকেট থেকে অবসর নিয়েছেন দক্ষিণ আফ্রিকার পেস ব্যাটারি ডেল স্টেইন। তাঁকেও নিজের সেরা ১০ পেসারের তালিকায় রেখেছেন ওয়ার্ন। যদিও কোনও নির্দিষ্ট অর্ডারের ভিত্তিতে বোলিং লাইন আপ সাজাননি ওয়ার্ন। এক বিবৃতিতে কিংবদন্তি অজি লেগস্পিনার ট্যুইটে লেখেন, 'আমি কোনও নির্দিষ্ট অর্ডারে আমার এই তালিকা সাজাইনি। আমার ১০ জন সেরা পেস বোলার হলেন- লিলি, আক্রম, মার্শাল, ম্যাকগ্রা, অ্যামব্রোজ, স্টেইন, হ্যাডলি, থমসন, হোল্ডিং, অ্যান্ডারসন।'
প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক কেভিন পিটারসন ওয়ার্নের পোস্টে কমেন্ট করেছেন। তিনি লিখেছেন, 'আমি এই তালিকাটা অর্ডার অনুযায়ী দেখতে চাই।' পিটারসনের পালটা প্রত্যুত্তর দিয়েছেন ওয়ার্ন। তিনি লিখেছেন যে, 'তাহলে তুমি নিজে অর্ডার অনুযায়ী সাজাও। একবার দেখতে চাই তুমি কীভাবে সাজাও।'
মার্শাল, অ্যামব্রোজের মতো কিংবদন্তি পেসাররা যে ওয়ার্নের পছন্দের তালিকায় থাকবেন, তা একপ্রকার নিশ্চিত ছিল। ২ জনই ক্যারিবিয়ান পেস বোলিংয়ের অন্যতম স্থম্ভ ছিলেন। মার্শাল ৮১ টেস্টে ৩৭৬ উইকেট নিয়েছিলেন। অন্যদিকে নিজের ক্রিকেট কেরিয়ারে ৬০ টেস্টে ২৪৯ উইকেট নিয়েছিলেন মাইকেল হোল্ডিং। কোর্টনি ওয়ালশ তাঁর কেরিয়ারে ৯৮ টেস্টে ৪০৫ উইকেট নিয়েছিলেন।
উল্লেখ্য, টেস্ট কেরিয়ারে ১৪৫ টেস্টে ৭০৮ উইকেটের মালিক শেন ওয়ার্ন। অজি কিংবদন্তি স্পিনারকে সর্বকালের সেরা লেগস্পিনার হিসেবে মানা হয় ক্রিকেট বিশ্বে।