এক্সপ্লোর
Advertisement
বিসিসিআই প্রধান সৌরভ, এনসিএ-তে রাহুল দ্রাবিড়, লাভবান হবে ভারতীয় ক্রিকেট, বলছেন রবি শাস্ত্রী
বিসিসিআই-এর প্রেসিডেন্ট পদে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নিযুক্তি ভারতীয় ক্রিকেটকে সঠিক দিশায় এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি বড়সড় পদক্ষেপ। এমনই মন্তব্য করেছেন ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী। তিনি বলেছেন, বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ায় সৌরভকে আমার হার্দিক অভিনন্দন। তাঁর নিযুক্তি ইঙ্গিত দেয় যে, ভারতীয় ক্রিকেট সঠিক পথেই এগোচ্ছে।
নয়াদিল্লি: বিসিসিআই-এর প্রেসিডেন্ট পদে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নিযুক্তি ভারতীয় ক্রিকেটকে সঠিক দিশায় এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি বড়সড় পদক্ষেপ। এমনই মন্তব্য করেছেন ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী। তিনি বলেছেন, বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ায় সৌরভকে আমার হার্দিক অভিনন্দন। তাঁর নিযুক্তি ইঙ্গিত দেয় যে, ভারতীয় ক্রিকেট সঠিক পথেই এগোচ্ছে।
সৌরভের প্রশংসা করে শাস্ত্রী বলেছেন, তিনি সবসময়ই ন্যাচারাল লিডার। তিনি ইতিমধ্যেই ক্রিকেট প্রশাসনে চার-পাঁচ বছর কাজ করে ফেলেছেন। তাঁর মতো একজনের বিসিসিআই সভাপতি নিযুক্ত হওয়ায় ভারতীয় ক্রিকেটই লাভবান হবে। বোর্ডের কাছে সময়টা কঠিন এবং বোর্ডকে স্বমহিমায় ফিরিয়ে আনতে প্রচুর কাজ করতে হবে। এই লক্ষ্যপূরণের ক্ষেত্রে আমি তাঁকে শুভেচ্ছা জানাই।
মহেন্দ্র সিংহ ধোনির ভবিষ্যত সম্পর্কে স্পষ্ট কোনও তথ্য না থাকা নিয়ে যাঁরা প্রশ্ন তুলেছেন, তাঁদের সমালোচনা করেছেন শাস্ত্রী। তিনি বলেছেন, যখন চাইবেন তখন অবসর নেবেন ধোনি। এই অধিকার ধোনি অর্জন করেছেন।
শাস্ত্রী বলেছেন, ধোনিকে নিয়ে যাঁরা প্রশ্ন তুলছেন তাঁদের অর্ধেকেরই তেমন কোনও যোগ্যতাই নেই। ধোনি দেশের হয়ে প্রচুর কৃতিত্ব অর্জন করেছেন। তাঁকে বিদায় জানানোর ক্ষেত্রে এত তাড়া কেন, সেই প্রশ্নও তুলেছেন হেড কোচ।
শাস্ত্রী বলেছেন, ভারতের হয়ে ১৫ বছর খেলার পরও ধোনির অবসর নিয়ে এই জল্পনা একেবারেই সঠিক নয়।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্যসমাপ্ত টেস্ট সিরিজে ওপেনার হিসেবে রোহিত শর্মার পারফরম্যান্সের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন কোচ। তিনি বলেছেন, এই সিরিজটা অসাধারণ করে রাখতে পারল রোহিত। সবকিছু একেবারে ওর নিজের নিয়ন্ত্রণে ছিল। কোনও ফরম্যাটে রোহিত শর্মার মতো প্লেয়ার আত্মবিশ্বাস পেয়ে গেলে তা যে কোনও প্রতিপক্ষের কপালে ভাঁজ ফেলার মতো। এক্ষেত্রে ভারতের প্রাক্তন বিধ্বংসী ওপেনার বীরেন্দ্র সহবাগের জায়গা রোহিত নিতে পারেন বলেও মন্তব্য করেছেন শাস্ত্রী।
শাস্ত্রী বলেছেন, বিসিসিআই-এ অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ) এবং এনসিএ যাতে পুরোদস্তুরভাবে কাজ করতে পার, তা নিশ্চিত করা প্রয়োজন। আর এমন একটি সংস্থায় রাহুল দ্রাবিড়ের কাজ করার থেকে আর ভালো কিছু হতে পারে না।
শাস্ত্রী বলেছেন, সৌরভ বোর্ডের সভাপতি আর রাহুল এনসিএ-র, ভারতীয় ক্রিকেটের এর চেয়ে ভালো আর কী হতে পারে?
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement