এক্সপ্লোর
Advertisement
বিশ্বের সবচেয়ে রোজগেরে ক্রিকেট কোচ শাস্ত্রী, বেতন কোহলির চেয়েও বেশি
নয়াদিল্লি: বছরে বেতন ১.১৭ মিলিয়ন ডলার। রবি শাস্ত্রীই এখন বিশ্বের সবচেয়ে বেশি রোজগেরে ক্রিকেট কোচ। তাঁর পারিশ্রমিত অস্ট্রেলিয়ার কোচ ডারেন লেম্যান (০.৫৫ মিলিয়ন ডলার), বেইলিস (০.৫২ মিলিয়ন ডলার)-এর চেয়ে অনেকটাই বেশি। তাঁর বার্ষিক আয় শুধুমাত্র অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারতের প্রথমসারির ক্রিকেটারদের চেয়ে কম।
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দক্ষিণ এশিয়ার দলগুলির কোচরা প্রথমসারির ক্রিকেটারদের থেকে বেশি পারিশ্রমিক পান। যেমন, বাংলাদেশ বোর্ড দলের কোচ চন্ডিকা হাথুরেসিংঘেকে তাদের সেরা ক্রিকেটারের থেকে মূল বেতনের পাঁচগুণ বেশি পারিশ্রমিক দেয়। পাক কোচ মিকি আর্থারকে দলের সেরা খেলোয়াড়ের থেকে তিনগুণ বেশি বেতন দেওয়া হয়।
এক্ষেত্রে সবচেয়ে চমকপ্রদ তথ্য হল, বিসিসিআই ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিকে যে বেতন দেয় তা শাস্থীর থেকে কম। বেতন বাবদ কোহলি পান বছরে ১ মিলিয়ন ডলার। তবে এনডোর্সমেন্ট হিসেবে কোহলি যে আয় করেন, তা ধরলে তাঁর রোজগার অনেকটাই বেশি।
অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের অধিনায়ক স্টিভ স্মিথ ও জো রুট কোহলির চেয়ে বেশি বেতন পান। তাঁরা যথাক্রমে ১.৪৭ ও ১.২৭ মিলিয়ন ডলার বেতন পান।
ফুটবল বা অন্যান্য খেলোয়াড়দের থেকে অবশ্য অনেক পিছিয়ে ক্রিকেটাররা।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো স্টিভ স্মিথের তুলনায় বার্ষিক বেতন বাবদই ৪০ গুণ বেশি আয় করেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আজ ফোকাস-এ
জেলার
জেলার
Advertisement