Sheetal Devi: তিরন্দাজি প্যারা বিশ্বচ্যাম্পিয়নশিপে সোনা শীতলা দেবীর, ঝুলিতে মোট তিনটি পদক
মহিলাদের দলগত ইভেন্টের ফাইনালে তুরস্কের বিরুদ্ধেই খেলা ছিল শীতলা দেবীদের। কিন্তু সেই ম্য়াচে সরিতাকে সঙ্গে নিয়ে অল্পের জন্য হারতে হয়।

সিওল: প্যারা তিরন্দাজি বিশ্বচ্য়াম্পিয়নশিপেও সাফল্য পেলেন শীতলা দেবী। দক্ষিণ কোরিয়ায় তুরস্কের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন আঠারোর এই তরুণী। বিশ্বের এক নম্বর ওজনুর কিউর গির্দিকে ১৪৬-১৪৩ ব্যবধানে হারিয়ে দেন ভারতীয় তিরন্দাজ। মহিলাদের কম্পাউন্ড ব্যক্তিগত বিভাগে সোনা জিতলেন প্যারিস প্য়ারালিম্পিক্সে ব্রোঞ্জজয়ী শীতলা দবী। তিরন্দাজি বিশ্বচ্যাম্পিয়নশিপে রুপো ও ব্রোঞ্জ জেতার পর এবার সোনা জয় শীতলা দেবীর। শুধুই ব্যক্তিগত ইভেন্টে নয়, মহিলাদের দলগত ইভেন্টেও রুপোর পদক ও মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন শীতলা দেবী।
মহিলাদের দলগত ইভেন্টের ফাইনালে তুরস্কের বিরুদ্ধেই খেলা ছিল শীতলা দেবীদের। কিন্তু সেই ম্য়াচে সরিতাকে সঙ্গে নিয়ে অল্পের জন্য হারতে হয়।
নেতৃত্বের জন্যা ব্যাটিংয়ের চাপ বাড়ছে সূর্যকুমার যাদবের
গত বছর জুলাইয়ে ভারতীয় দলের টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নেতৃত্বভার তুলে দেওযা হয়েছিল সূর্যকুমারকে। এরপর থেকে মাত্র একটি অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে। বাংলাদেশের বিরুদ্ধে ৩৫ বলে ৭৫ রানের ইনিংস খেলেছিলেন ডানহাতি তারকা ব্যাটার। কিন্তু এছাড়া আর গত এক বছরে উল্লেখযোগ্য রান নেই কোনও ম্য়াচে। অধিনায়ক হওয়ার পর থেকে সূর্যকুমার মোট ১৯ ইনিংসে ৩২৯ রান করেছেন। ১৯.৩৫ গড়ে ব্যাটিং করেছেন তিনি। ১৪৫ স্ট্রাইক রেট। মাত্র দুটো অর্ধশতরান এসেছে এরমধ্যে। ২০ রান বা তার বেশি মাত্র ৬ বার করতে পেরেছেন নেতৃত্বভার পাওয়ার পর থেকে।
চলতি বছরে এখনও পর্যন্ত ১০ ইনিংস খেলে মাত্র ৯৯ রান করতে পেরেছেন। গড় ১৩-র কাছাকাছি। ১১০ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন সূর্য। গ্রুপ পর্বের পাকিস্তানের বিরুদ্ধে করা অপরাজিত ৪৭ই এই বছরে তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ রান। গত বছর নেতৃত্বভার পাওয়ার আগে সূর্যের ব্য়াটিং গড় ছিল ৪৩.৩৩। যা এখন নেমে গিয়েছে ৩৭.৫৯ এ। চলতি এশিয়া কাপে এখনও পর্যন্ত পাঁচ ইনিংসে ৭১ রান করেছেন ১০০ স্ট্রাইক রেটে।
চলতি বছরে এখনও পর্যন্ত ১০ ইনিংস খেলে মাত্র ৯৯ রান করতে পেরেছেন। গড় ১৩-র কাছাকাছি। ১১০ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন সূর্য। গ্রুপ পর্বের পাকিস্তানের বিরুদ্ধে করা অপরাজিত ৪৭ই এই বছরে তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ রান। গত বছর নেতৃত্বভার পাওয়ার আগে সূর্যের ব্য়াটিং গড় ছিল ৪৩.৩৩। যা এখন নেমে গিয়েছে ৩৭.৫৯ এ। চলতি এশিয়া কাপে এখনও পর্যন্ত পাঁচ ইনিংসে ৭১ রান করেছেন ১০০ স্ট্রাইক রেটে।






















