এক্সপ্লোর
Advertisement
সবচেয়ে পছন্দের ব্যাটিং পার্টনার রোহিত, প্রিয় অধিনায়ক ধোনি, জানালেন ধবন
সবকিছু ঠিকঠাক থাকলে এখন আইপিএল নিয়ে ব্যস্ত থাকতেন ধবন। কিন্তু করোনা ভাইরাসের জেরে সতীর্থদের মতো তিনিও বাড়িতে থাকতে বাধ্য হচ্ছেন।
নয়াদিল্লি: প্রাক্তন বাঁ হাতি পেসার ইরফান পঠানের সঙ্গে ইনস্টাগ্রাম লাইভ সেশনে নিজের সবচেয়ে পছন্দের ব্যাটিং পার্টনার ও প্রিয় অধিনায়কের নাম জানালেন ভারতীয় দলের বাঁ হাতি ব্যাটসম্যান শিখর ধবন। তিনি বলেছেন, ‘আমার সবেচেয়ে পছন্দের ব্যাটিং পার্টনার রোহিত শর্মা। আমি শুধু বিরাট (কোহলি) ও (মহেন্দ্র সিংহ) ধোনির নেতৃত্বে খেলেছি। আমার প্রিয় অধিনায়ক ধোনিভাই।’
সবকিছু ঠিকঠাক থাকলে এখন আইপিএল নিয়ে ব্যস্ত থাকতেন ধবন। কিন্তু করোনা ভাইরাসের জেরে সতীর্থদের মতো তিনিও বাড়িতে থাকতে বাধ্য হচ্ছেন। কবে আবার মাঠে নামতে পারবেন, সেটা বাকিদের মতো তাঁরও অজানা।
সানরাইজার্স হায়দরাবাদ ছেড়ে দিল্লি ক্যাপিটালসে সই করেছেন ধবন। দল বদলের বিষয়ে তিনি জানিয়েছেন, ‘এটা আমার কাছে বড় চ্যালেঞ্জ ছিল। নতুন দলে যোগ দেওয়া নিয়ে আমি একটু নার্ভাস ছিলাম। আমি সানরাইজার্স হায়দরাবাদে আট বছর ছিলাম। ওই দলের হয়ে আমিই সবচেয়ে ভাল পারফরম্যান্স দেখিয়েছিলাম। একাধিক মরসুমে আমি পাঁচশোর বেশি রান করেছি। তাই দিল্লির মতো নতুন দলে যাওয়া বড় চ্যালেঞ্জ ছিল। দিল্লি আইপিএল টেবলের নীচের দিকে থাকত। এক্ষেত্রে সর্বোচ্চ স্তরে খেলার অভিজ্ঞতা আমাকে সাহায্য করেছে। অভিজ্ঞতা অনেক সমস্যার সমাধান করে দেয়। আমার মনে হয়, বদলটা দরকার ছিল। সাপোর্ট স্টাফ ও তরুণ খেলোয়াড়দের ভাল লেগেছে। আমিই দলের সবচেয়ে বয়স্ক খেলোয়াড় ছিলাম।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আজ ফোকাস-এ
জেলার
জেলার
বিজ্ঞান
Advertisement