ভারতকে হারানোর ছবি পোস্ট করে বড়দিনের শুভেচ্ছা শোয়েব মালিকের, এল পাল্টা জবাব
রিট্যুইট করে পাকিস্তানের হারের একাধিক ছবি পোস্ট করে মালিককে জবাব।
নয়াদিল্লি: ২০১২ সালের ২৫ ডিসেম্বর একটি টি-টোয়েন্টি ম্যাচে ভারতকে হারিয়েছিল পাকিস্তান। সেই ম্যাচে পাকিস্তানের জয়ের নেপথ্যে ছিল প্রাক্তন পাক ক্রিকেটার শোয়েব মালিকের ৫০ বলে ৫৭ রানের ইনিংস। ওই ম্যাচের ছবি পোস্ট করেই ২৫ ডিসেম্বর বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন শোয়েব। এরপরই ট্রোলের শিকার হন তিনি। ভারতীয় ফ্যানরা পাল্টা রিট্যুইট করে পাকিস্তানের হারের একাধিক ছবি পোস্ট করে মালিককে জবাব দিতে শুরু করে।
Merry Christmas dosto ????????
and a very happy 25th December ???? pic.twitter.com/imtosyKgJU — Shoaib Malik ???????? (@realshoaibmalik) December 25, 2019
Same 2 you pic.twitter.com/KfzGQJO9Xy
— Simran Randhawa (@Randhawa36_) December 25, 2019
Merry Christmas bhai pic.twitter.com/Ixw1zhNSJ0
— அஜய் (@ajay_offcl) December 25, 2019
প্রসঙ্গত, মালিক পেশাদার টি-টোয়েন্টি ক্রিকেটারদের মধ্যে সফলতম একজন। সারা বিশ্বের তাবড় তাবড় টি-টোয়েন্টি স্পেশালিস্টদের তুলনায় তিনি অনেকটাই এগিয়ে। ব্যাটে ৯ হাজারের ওপরে রান। হাত ঘুরিয়েও ঝুলিতে উইকেট তুলেছেন এই অলরাউন্ডার। নিজের দেশের হয়ে ৩৫টি টেস্ট, ২৮৭টি ওয়ান ডে এবং ১১১টি টি-টোয়েন্টি খেলেছেন শোয়েব মালিক।