এক্সপ্লোর
Advertisement
টি-২০ দলে নয়া মুখ শ্রেয়াস, সিরাজ, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে প্রত্যাবর্তন বিজয়ের
নয়াদিল্লি: নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজে ভারতীয় দলে দুই নতুন মুখ। প্রথমবার ভারতীয় দলে সুযোগ পেলেন মুম্বইয়ের ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার ও হায়দরাবাদের পেসার মহম্মদ সিরাজ। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান মুরলী বিজয়। চোটের কারণে তিনি শ্রীলঙ্কা সফরে যেতে পারেননি। তবে এবার ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলার সুযোগ পেতে পারেন এই ওপেনার। সম্প্রতি একদিনের ও টি-২০ সিরিজের দলে না রাখা হলেও, টেস্ট সিরিজের দলে রাখা হয়েছে দুই অভিজ্ঞ অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজাকে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম টি-২০ ম্যাচ ১ নভেম্বর। দিল্লির ফিরোজ শাহ কোটলায় এই ম্যাচ খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা অভিজ্ঞ বাঁ হাতি পেসার আশিস নেহরা। সেই কারণে টি-২০ সিরিজে শুধু প্রথম ম্যাচেরই দলে রাখা হয়েছে তাঁকে।
প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ বলেছেন, ‘শ্রেয়াস আইয়ার প্রথম শ্রেণির ম্যাচগুলি ছাড়াও টি-২০ ম্যাচে ভাল পারফরম্যান্স দেখাচ্ছে। সেই কারণেই তাকে জাতীয় দলে সুযোগ দেওয়া হয়েছে। ওকে আমরা আরও সুযোগ দেব।’
শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম দু’টি টেস্টের জন্য ঘোষিত দল প্রসঙ্গে প্রসাদ বলেছেন, ‘খেলোয়াড়দের ওয়ার্কলোডের উপর আমরা নজর রাখছি। অধিনায়ক বিরাট কোহলি সহ সব ক্রিকেটারের ক্ষেত্রেই রোটেশন নীতি প্রযোজ্য। তবে বিরাট টেস্ট সিরিজে খেলবে। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের পরেই বিরাটের ওয়ার্কলোড নিয়ে আলোচনা করব আমরা।’
টি-২০ সিরিজের দল- বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধবন, রোহিত শর্মা, লোকেশ রাহুল, মণীশ পাণ্ডে, শ্রেয়াস আইয়ার, দীনেশ কার্তিক, মহেন্দ্র সিংহ ধোনি, হার্দিক পাণ্ড্য, অক্ষর পটেল, যুজবেন্দ্র চাহল, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ ও আশিস নেহরা (শুধু প্রথম ম্যাচে)।
টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচের দল- বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল, শিখর ধবন, মুরলী বিজয়, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে, রোহিত শর্মা, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, উমেশ যাদব, মহম্মদ শামি, হার্দিক পাণ্ড্য, ভুনবেশ্বর কুমার ও ইশান্ত শর্মা।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement