(Source: ECI/ABP News/ABP Majha)
Shreyas Iyer ODI Record: সচিন, রোহিতরা পিছনে, প্রথম ওয়ান ডেতে রেকর্ড শ্রেয়স আইয়ারের
Shreyas Iyer: বিরাটের অনুপস্থিতিতে এই ম্যাচে তিন নম্বরে ব্যাট করার সুযোগ পান শ্রেয়স। সুযোগ পেয়েই বেশ আগ্রাসী মেজাজে ৫৭ বলে ৫৪ রান করেন শ্রেয়স। তার ইনিংস সাজানো ছিল পাঁচটি চার ও দুইটি ছক্কায়।
পোর্ট অফ স্পেন: ত্রিনিদাদের কুইন্স পার্ক ওভালে প্রথম ওয়ান ডেতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে ভারতীয় দল (IND vs WI 1st ODI)। রোহিত শর্মা, বিরাট কোহলির মতো একগুচ্ছ সিনিয়র ক্রিকেটারকে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। শিখর ধবনের (Shikhar Dhawan) নেতৃত্বে তুলনামূলক অনিভজ্ঞ ভারতীয় দলই মাঠে নেমেছে। তবে টিম ইন্ডিয়ার ব্যাটিং দেখে কিন্তু তা বোঝা দায়।
দশম অর্ধশতরান
উইন্ডিজদের বিরুদ্ধে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেটের বিনিময়ে ৩০৮ রান তোলে ভারতীয় ব্যাটিং লাইন আপ। ভারতীয় টপ অর্ডারের তিন ব্য়াটার, অধিনায়ক শিখর ধবন, শুভমন গিল এবং শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), তিন জনেই অর্ধশতরান করেন। বিরাটের অনুপস্থিতিতে এই ম্যাচে তিন নম্বরে ব্যাট করার সুযোগ পান শ্রেয়স। সুযোগ পেয়েই বেশ আগ্রাসী মেজাজে ৫৭ বলে ৫৪ রান করেন শ্রেয়স। তার ইনিংস সাজানো ছিল পাঁচটি চার ও দুইটি ছক্কায়।
এটি ৫০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে শ্রেয়সের দশম অর্ধশতরান। এই ইনিংসের দৌলতে আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে হাজার রানের গণ্ডি পার করে ফেললেন শ্রেয়স। মাত্র ২৫ ইনিংস খেলে তৃতীয় দ্রুততম ভারতীয় হিসাবে ১০০০ রানে করলেন শ্রেয়স। নভজোৎ সিংহ সিধুর সঙ্গে যুগ্মভাবে এই রেকর্ডের মালিক শ্রেয়স। তার থেকে এক ইনিংস কম খেলে শিখর এবং বিরাট ভারতের হয়ে ওয়ান ডেতে ১০০০ রান সম্পূর্ণ করেছিলেন। ভারতীয় হিসাবে এটিই যুগ্মভাবে দ্রুততম।
ধবনের সঙ্গে পার্টনারশিপ
শ্রেয়স এদিন পরিপক্কতা দেখিয়ে প্রথমে এক-দুই রান করে নিয়ে নিজের ইনিংসের শুরুটা করেন। তারপর সেট হয়ে গেলে শুরু হয় আক্রমণ। ধবনকে সঙ্গে নিয়ে তিনি দ্বিতীয় উইকেটে ৯৪ রানও যোগ করেন। তবে বড় শট খেলতে গিয়ে কভারের হাতে ক্যাচ দিয়ে বসেন শ্রেয়স। তার আউট হওয়ার পর ভারতীয় ইনিংসের রানের গতিও অনেকটাই কমে যায়। শ্রেয়স আউট হওয়ার পর, বাকি ৮৫ বলে ভারতীয় দল আর মাত্র ৭৮ রানই যোগ করতে পারে।
: