Subhman Gill: চোখের সামনে দেখলেন ছেলের দুরন্ত শতরান, তবুও কেন ক্ষুব্ধ গিলের বাবা?
IND vs ENG, 5th Test: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০২০-২১ বর্ডার গাওস্কর ট্রফির মধ্য়ে দিয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল গিলের। ওপেনার হিসেবেই কেরিয়ার শুরু করেছিলেন টেস্টে।
ধর্মশালা: ইংল্যান্ডের (IND vs ENG Test) বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে টেস্টে বিশাল চাপে ছিলেন শুভমন গিল (Subhman Gill)। সাদা পোশাকের ক্রিকেটে হায়দরাবাদ টেস্টের আগে ১২ ইনিংসে কোনও অর্ধশতরানও ছিল না তাঁর ব্য়াটে। এমনকী চলতি টেস্ট সিরিজের প্রথম তিনটি ইনিংসেও ব্যর্থ হয়েছিলেন গিল। কিন্তু শেষ শুক্রবার শতরান হাঁকানোর সঙ্গে সঙ্গেই চলতি টেস্ট সিরিজে নিজের দ্বিতীয় শতরান পূরণ করে ফেললেন শুভমন গিল। তাও আবার তাঁর বাবার চোখের সামনে। ধর্মশালায় ছেলে যখন সেঞ্চুরি হাঁকাচ্ছেন, তখন ভিআইপি বক্সে বসে তা উপভোগ করছিলেন শুভমনের বাবা লখিন্দর। ছেলে ফর্মে থাকলেও একটা বিষয়ে কোনওভাবেই সন্তুষ্ট নন গিলের বাবা। এমনকী টিম ম্য়ানেজমেন্টের দিকেও আঙুল তুলে দিলেন তিনি।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০২০-২১ বর্ডার গাওস্কর ট্রফির মধ্য়ে দিয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল গিলের। ওপেনার হিসেবেই কেরিয়ার শুরু করেছিলেন টেস্টে। কিন্তু গত বছর জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ থেকে তিন নম্বর পজিশনে ব্যাট করতে নামছেন গিল। চেতেশ্বর পূজারা ফর্মে থাকায় দল থেকে বাদ পড়েছিলেন। আর এরপরই তিন নম্বর পজিশনে খেলে আসছেন গিল। কিন্তু রান পাচ্ছিলেন না একদমই। উল্টোদিকে রঞ্জিতে ফর্মে থাকা পূজারাকে দল ফেরানোর দাবিও উঠছিল। যদিও টিম ম্য়ানেজমেন্ট গিলের পাশে রয়েছে সবসময়ই। কিন্তু ছেলে তিন নম্বরের থেকে ওপেনিংয়েই বেশি সফল, তাই ওই পজিশনেই তাঁকে দেখতে চাইছেন লখিন্দর। তিনি বলছেন, ''আমি এই বিষয় বেশি ভেতরে ঢুকতে চাই না। কিন্তু তিন নম্বর পজিশনে ব্যাটিংটা একেবারেই সঠিক পজিশন নয় গিলের জন্য। এটা এমন একটা পজিশন যা ওপেনিংও নয়, মিডল অর্ডারও নয়। ব্যাটার অনেক সময় এই পজিশনে সমস্যায় পড়ে যায়।''
তিনি আরও বলেন, ''পূজারার মত ডিফেন্সিভ প্লেয়ার নয় গিল। ও একটু আক্রমণাত্মক ব্যাটিং করে। নতুন বলে অনেক সময় লুজ ডেলিভারি পাওয়া যায়। যা কাজে লাগানো যায়। অবশ্যই নতুন বল ব্যাটারদের জন্য সমস্যা তৈরি করে, কিন্তু কখনও কখনও বোলারদেরও সমস্যায় ফেলে। আর তা কাজে লাগাতে হয়। কিন্তু তিন নম্বর পজিশনে ব্যাটিং করতে নামলে বোলার অনেকটা সময় পেয়ে যায়। সেক্ষেত্রে তাঁর লাইন ও লেংথ অনেকটা ঠিক হয়ে যায়।'' উল্লেখ্য, গিল ১১০ রানের ইনিংস খেলেছেন ধর্মশালায়।নিজের ইনিংসে ৫টি ছক্কাও হাঁকান তিনি।