এক্সপ্লোর
Advertisement
চিনা শাটলারকে উড়িয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে সিন্ধু
গ্লাসগো: চিনের চেন ইউফেইকে সহজেই হারিয়ে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেলেন পিভি সিন্ধু। ভারতীয় সময় শনিবার গভীর রাতে সেমি-ফাইনালে সিন্ধুর সামনে দাঁড়াতেই পারলেন না চিনা শাটলার। সিন্ধুর পক্ষে ম্যাচের ফল ২১-১৩, ২১-১০। প্রথম গেমে লড়াই হয়। একসময় ৭-৪ এগিয়ে গিয়েছিলেন চেন। তবে সিন্ধু লিড নেওয়ার পর তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। দ্বিতীয় গেম সহজেই জেতেন হায়দরাবাদি শাটলার। তিনি শুরু থেকেই একের পর এক পয়েন্ট নিয়ে ধরাছোঁয়ার বাইরে চলে যান। ফলে মাঝে চেন কয়েকটি পয়েন্ট পেলেও, কোনও সময়ই মনে হয়নি সিন্ধু এই ম্যাচে হেরে যাবেন। ফাইনালে ওঠার পর এবার প্রথম ভারতীয় হিসেবে বিশ্বচ্যাম্পিয়ন হওয়াই সিন্ধুর লক্ষ্য।
এর আগে সেমি-ফাইনালে জাপানের নজোমি ওকুহারার কাছে হেরে যান সাইনা নেহওয়াল। তিনি জাকার্তায় রুপো পেয়েছিলেন। তবে এবার ব্রোঞ্জ পেয়েই সন্তুষ্ট থাকলেন। ফাইনালে ওকুহারাকে হারিয়ে সাইনার হারের বদলা নেওয়ার পাশাপাশি নজির গড়াও সিন্ধুর লক্ষ্য। তিনি এর আগে দু বার বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পেয়েছিলেন। এবার সোনা ছাড়া অন্য কিছু ভাবছেন না।
প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক পেয়েছিলেন প্রকাশ পাড়ুকোন। ১৯৮৩ সালে তিনি ব্রোঞ্জ পেয়েছিলেন। ২০১১ সালে জ্বালা গুট্টা-অশ্বিনী পোনাপ্পা জুটি ব্রোঞ্জ পেয়েছিল। এবারই প্রথম ভারতের ঝুলিতে এল জোড়া পদক।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement