এক্সপ্লোর
Advertisement
হংকং ওপেনের কোয়ার্টার ফাইনালে সিন্ধু
হংকং: হংকং ওপেন সুপার সিরিজের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন দ্বিতীয় বাছাই পিভি সিন্ধু। আজ দ্বিতীয় রাউন্ডের ম্যাচে জাপানের আয়া ওহোরিকে সহজেই স্ট্রেট গেমে হারিয়ে দেন এই হায়দরাবাদি শাটলার। তাঁর পক্ষে ম্যাচের ফল ২১-১৪, ২১-১৭। মাত্র ৩৯ মিনিটেই জয় ছিনিয়ে নেন সিন্ধু। আগামীকাল কোয়ার্টার ফাইনালে তাঁর প্রতিপক্ষ অপর এক জাপানি শাটলার আকানে ইয়ামাগুচি।
আজই প্রকাশিত হওয়া নয়া র্যাঙ্কিংয়ে একধাপ নেমে গিয়েছেন সিন্ধু। তিনি এখন তিন নম্বরে। তবে খেলায় র্যাঙ্কিংয়ের কোনও প্রভাব পড়েনি। সিন্ধু বুঝিয়ে দিয়েছেন, বর্তমানে মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড়দের মধ্যে তিনি এখন অন্যতম সেরা।
ভারতের অন্য শাটলারদের মধ্যে পারুপল্লী কাশ্যপ ও সৌরভ ভার্মা গতকাল প্রথম রাউন্ডেই হেরে হংকং ওপেন থেকে বিদায় নিয়েছেন। এইচ এস প্রণয়ও জাপানের কাজুমাসা সাকাইয়ের কাছে ২১-১১, ১০-২১, ১৫-২১ ফলে হেরে এই প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন। মহিলা সিঙ্গলসে দ্বিতীয় রাউন্ডের অন্য ম্যাচে চিনের চেন ইউফেইয়ের কাছে হেরে ছিটকে গেলেন সাইনা নেহওয়ালও।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement