এক্সপ্লোর
সিন্ধুর জয়, প্রথম রাউন্ড থেকেই বিদায় সাইনার

উহান (চিন): ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেলেন ভারতের অন্যতম সেরা মহিলা শাটলার সাইনা নেহওয়াল। জাপানের সায়াকা সাতোর কাছে হেরে গিয়েছেন সাইনা। তাঁর বিপক্ষে ম্যাচের ফল ২১-১৯, ১৬-২১, ১৮-২১। প্রথম গেম জিতে শুরুটা ভাল করেও, ছন্দ ধরে রাখতে পারলেন না সাইনা। বিশ্বের তিন নম্বর মহিলা শাটলার সিন্ধু অবশ্য স্ট্রেট গেমে জিতেছেন। তাঁর পক্ষে ম্যাচের ফল ২১-৮, ২১-১৮। পুরষ সিঙ্গলসের প্রথম রাউন্ডে জয় পেয়েছেন অজয় জয়রামও। তিনি হারিয়ে দিয়েছেন চিনের হুয়াই তিয়ানকে। অজয়ের পক্ষে ম্যাচের ফল ২১-১৮, ১৮-২১, ২১-১৯। মিক্সড ডাবলসে অবশ্য চিনা জুটির কাছে হেরে গিয়েছেন প্রণব জেরি চোপড়া ও সিক্কি এন রেড্ডি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















