এক্সপ্লোর
সেমিফাইনালে জিতবেন সিন্ধু, আত্মবিশ্বাসী বাবা-মা
হায়দরাবাদ: মেয়ে অলিম্পিকের সেমিফাইনালে। স্বাভাবিকভাবেই বাড়িতে খুশির আবহ। পাশাপাশি টেনশনও আছে। জয় কামনা করে প্রার্থনা চলছে। তবে সেমিফাইনালে পিভি সিন্ধু জিতবেন বলেই আশাবাদী তাঁর বাবা-মা। তাঁরা আগামীকালের লড়াইয়ের আগে আত্মবিশ্বাসী। মেয়েকে শুধু ফোকাসড থাকতে বলছেন।
শেষ চারে সিন্ধুর প্রতিপক্ষ বিশ্ব র্যাঙ্কিংয়ে ৬ নম্বরে থাকা জাপানের নোজোমি ওকুহারা। এই ম্যাচের আগে সিন্ধুর বাবা পিভি রমন বলেছেন, ‘আমরা মেয়ের জন্য প্রার্থনা করছি। আমি ওর সঙ্গে কথা বলেছি। আমি ওকে শুধু ফোকাসড থাকতে বলেছি। ও যে আগামীকাল জয় পাবে সে বিষয়ে আমি আত্মবিশ্বাসী। ও জিতবে এবং পদক পাবে।’
সিন্ধুর মা পি বিজয়া বলেছেন, ‘সিন্ধু সেমিফাইনালে ওঠায় আমরা খুব খুশি। এটা ওর প্রথম অলিম্পিক। ওকে সেমিফাইনালে উঠতে দেখে খুব ভাল লাগছে। ও ভাল খেলছে। আমরা ওকে এভাবেই খেলে যেতে বলেছি। ওকে পরবর্তী লড়াইয়ের জন্য মনঃসংযোগ করতে বলেছি। ও গত কয়েকদিন ধরে যেভাবে খেলছে সেটা ধরে রাখতে পারলে আমাদের সুযোগ আছে।’
সিন্ধুর বাবা-মায়ের মতে, সেমিফাইনালের লড়াই সহজ নয়। ওকুহারা ভাল খেলোয়াড়। তবে দিনটা যদি সিন্ধুর হয়, তাহলে তিনিই জয় পাবেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
মালদা
ক্রিকেট
জেলার
ক্রিকেট
Advertisement