Jasprit Bumrah: বুমরার চোট, আইপিএলকেই কাঠগড়ায় তুলছেন সমর্থকরা
T20 world Cup: চলতি বছর তিন ফর্ম্যাটের প্রত্যেকটিতে ৫টি করে মাত্র ম্যাচ খেলেছেন বুমরা। অন্য়দিকে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে ১৪টি ম্যাচেই দেখা গিয়েছে তাঁকে।
![Jasprit Bumrah: বুমরার চোট, আইপিএলকেই কাঠগড়ায় তুলছেন সমর্থকরা Sirf Mumbai Indians Ke Liye Khelo: Indian cricket fans blame IPL as Jasprit Bumrah gets ruled out of T20 World Cup Jasprit Bumrah: বুমরার চোট, আইপিএলকেই কাঠগড়ায় তুলছেন সমর্থকরা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/29/bfc5bcc317b6f8ccef02a3ea23c4ceb91664445345956252_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: পিঠের চোটের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2022) থেকেই ছিটকে গিয়েছেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। তারকা পেসারের টুর্নামেন্টে থেকে ছিটকে যাওয়ায় ভারতের বোলিং ডিপার্টমেন্ট যে অনেকটাই চিন্তার মুখে পড়বে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। এই পরিস্থিতিতে আইপিএল ও ওয়ার্কলোড ম্যানেজমেন্টকেই দুষছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। উল্লেখ্য, চলতি বছর তিন ফর্ম্যাটের প্রত্যেকটিতে ৫টি করে মাত্র ম্যাচ খেলেছেন বুমরা। অন্য়দিকে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে ১৪টি ম্যাচেই দেখা গিয়েছে তাঁকে।
সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন সমর্থকরা
Now it's official #JaspritBumrah ruled out of T20 World Cup 💔 pic.twitter.com/tUsRZ7asly
— The Cricket Girl 🏏 (@SonamGupta007) October 3, 2022
𝑴𝑰 man will be back for sure... #JaspritBumrah pic.twitter.com/sb8thhAS8Z
— Tony (@five_wides) October 3, 2022
📢 BCCI confirms
— Kratika Vajpayee (@KratikaVajpayee) October 3, 2022
👉 Jasprit Bumrah ruled out of ICC Men’s T20 World Cup 2022#JaspritBumrah#BCCI #T20WorldCup #IPL2023 pic.twitter.com/dOsb1OQzRA
These stats have been doing the rounds, but worth mentioning again. Jasprit Bumrah has played 59 IPL matches of 60 possible since 2019.
— Nikesh Rughani (@NikeshRughani) October 3, 2022
In that same time, India have played 71 T20i’s. Bumrah has played just 16.
He misses the #T20WorldCup & club vs country debate continues… pic.twitter.com/8lL5muVCsA
পিঠের চোটের কারণে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারেননি বুমরা (Jasprit Bumrah)। বিসিসিআইয়ের তরফে জানিয়ে দেওয়া হয় যে, বুমরা সিরিজের বাকি দুই ম্যাচেও খেলতে পারবেন না। বুমরার চোট নিয়ে জল্পনা ছিলই। বিসিসিআইয়ের ঘোষণার পর থেকেই সেই জল্পনা আরও বৃদ্ধি পায়। বিশ্বকাপ তাঁর খেলা নিয়ে প্রবল সংশয় তৈরি হয়।
সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয় যে, বুমরা টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন। তবে বুমরার চোটের ধরন কী, ঠিক কী কারণে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে চিটকে গেলেন, স্পষ্ট করে কিছু জানানো হয়নি বোর্ডের তরফে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)