এক্সপ্লোর
ক্রিকেটার দীপক চাহরের বাড়িতে সিসিটিভির তার কেটে চুরির চেষ্টা, গ্রেফতার ৬

আগ্রা: টিম ইন্ডিয়ার অলরাউন্ডার দীপক চাহরের বাড়িতে চুরির চেষ্টা ভেস্তে গেল। ছয় দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। সম্প্রতি দীপক চাহরের বাড়িতে চুরির চেষ্টা করেছিল দুষ্কৃতীরা। কিন্তু তাদের সেই চেষ্টা সফল হয়নি। জানা গেছে, আগ্রায় মানস সরোবর কলোনির বাড়িতে দীপকের বাড়িতে ঘটনার সময় তাঁর মা একাই ছিলেন। দুষ্কৃতীরা বাড়িতে ঢোকার চেষ্টা করে। কিন্তু দীপকের মায়ের উপস্থিত বুদ্ধির জেরে তাদের চেষ্টা বিফল হয় এবং তারা পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে এক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নেয় পুলিশ। দুষ্কৃতীদের পাকড়াও করা হয়। চোরেরা সিসিটিভির তার কেটে দিয়ে দীপকদের বাড়িতে ঢোকার চেষ্টা করে। কিন্তু সঠিক সময়ে তাঁর মায়ের চেঁচামেচিতে দুষ্কৃতীরা পালিয়ে যেতে বাধ্য হয়। শাহগঞ্জ থানার পুলিশ ছয় দুষ্কৃতীকেই গ্রেফতার করেছে। ভারতের হয়ে এখনও পর্যন্ত একটি একদিনের ম্যাচ ও এক টি ২০ ম্যাচ খেলেছেন। একদিনের ম্যাচে সদ্যসমাপ্ত এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে অভিষেক হয় তাঁর।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















