SL vs AFG 1st ODI: শ্রীলঙ্কাকে তাদের ডেরায় গিয়ে প্রথম ওয়ান ডে ম্যাচে ৬ উইকেটে হারিয়ে চমক আফগানিস্তানের
SL vs AFG: হাম্বানটোটায় ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে দিল আফগানিস্তান। ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়েও গেলেন আফগানরা।
হাম্বানটোটা: শ্রীলঙ্কাকে শ্রীলঙ্কার মাঠে গিয়ে হারানো! বিশ্ব ক্রিকেটের অন্যতম কঠিন কাজ মনে করা হয়। আর সেই কাজই করে দেখাল আফগানিস্তান (SL vs Afg)। হাম্বানটোটায় ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে দিল আফগানিস্তান। ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়েও গেলেন আফগানরা।
এই ম্যাচে আফগানিস্তান পায়নি দলের একাধিক তারকা ক্রিকেটারকে। রশিদ খান চোটের জন্য মাঠে নামতে পারেননি। লখনউ সুপার জায়ান্টসের হয়ে আইপিএলে খেলা নবীন উল হক ব্যস্ত ভাইটালিটি ব্লাস্টে। কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে নজর কাড়া উইকেটকিপার-ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ ব্যাট হাতে বিশেষ কিছু করে দেখাতে পারেননি। তা সত্ত্বেও শ্রীলঙ্কাকে তাদের ঘরের মাঠে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে হারিয়ে দিল আফগানিস্তান।
দলের জয়ে ব্যাট হাতে সব থেকে বড় ভূমিকা নেন ইব্রাহিম জাদরান। মাত্র ২ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন তিনি। ৯৮ করে আউট হন। হাফসেঞ্চুরি করেন রহমত শাহ। ৪৬.৫ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে লক্ষ্যপূরণ করে আফগানিস্তান।
হাম্বানটোটায় টস জিতে শ্রীলঙ্কাকে শুরুতে ব্যাট করতে পাঠায় আফগানিস্তান। নির্ধারিত ৫০ ওভারে শ্রীলঙ্কা ২৬৮ রান তোলে। ৯১ রান করে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে যান চরিথ আসালঙ্কা। হাফসেঞ্চুরি করেন ধনঞ্জয় ডি'সিলভা। ৫১ রান করে মহম্মদ নবির বলে ফেরেন তিনি।
আসালঙ্কা ১২টি বাউন্ডারির সাহায্যে ৯৫ বলে ৯১ রান করে আউট হন। ৫টি বাউন্ডারির সাহায্যে ৫৯ বলে ৫১ রান করেন ডি'সিলভা। তবে বাকিরা কেউ বড় রান পাননি। পাথুম নিশঙ্কা ৩৮, দিমুথ করুণারত্নে ৪, কুশল মেন্ডিস ১১, অ্যাঞ্জেলো ম্যাথিউজ ১২, ক্যাপ্টেন দাসুন শানাকা ১৭, দুশান হেমন্ত ২২, লাহিরু কুমারা ৪ ও মাথিসা পথিরানা ১ রান করেন।
View this post on Instagram
জবাবে ব্যাট করতে নেমে আফগানিস্তান ৪৬.৫ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২৬৯ রান তুলে ম্যাচ জিতে যায়। ১৯ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জিতে ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজে ১-০ এগিয়ে গেল আফগানিস্তান।