SL vs AFG, Asia Cup 2022: পাওয়ার হিটিংয়ে ভর করে সুপার ফোরের প্রথম ম্যাচে আফগানিস্তানকে মাত দিল শ্রীলঙ্কা
SL vs AFG, Asia Cup 2022: ছয় ম্যাচ পরে প্রথমবার শারজার ময়দানে পরাজয়ের মুখ দেখল আফগানিস্তান। শারজার ময়দানেও সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নজির গড়ল দ্বীপরাষ্ট্র।
![SL vs AFG, Asia Cup 2022: পাওয়ার হিটিংয়ে ভর করে সুপার ফোরের প্রথম ম্যাচে আফগানিস্তানকে মাত দিল শ্রীলঙ্কা SL vs AFG, Asia Cup 2022: Sri Lanka defeat Afghanistan by 4 wickets to clinch Super 4 opener SL vs AFG, Asia Cup 2022: পাওয়ার হিটিংয়ে ভর করে সুপার ফোরের প্রথম ম্যাচে আফগানিস্তানকে মাত দিল শ্রীলঙ্কা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/03/655a45b0cec34c9a7f186d8481a53c991662227118866507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
শারজা: এশিয়া কাপে (Asia Cup 2022) সুপার ফোরের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা (SL vs AFG)। আফগানিস্তানের ১৭৫ রানের জবাবে চার উইকেটে ম্যাচ জিতে নিল লঙ্কানরা। ছয় ম্যাচ পরে প্রথমবার শারজার ময়দানে পরাজিত হল আফগানিস্তান। শারজার ময়দানেও সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নজির গড়ল দ্বীপরাষ্ট্র। টি-টোয়েন্টি ক্রিকেটে এই প্রথমবার ১৭০-র অধিক রান তুলেও পরাজিত হতে হল রশিদ খানদের।
প্রথম ইনিংস
টুর্নামেন্টের প্রথম ম্যাচে আফগানরা কার্যত উড়িয়ে দিয়েছিল শ্রীলঙ্কাকে। তাই ম্যাচের আগে খাতায় কলমে মহম্মদ নবির দলই এগিয়ে ছিল। ম্যাচে টসে জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। হাজরতউল্লাহ জাজাই একেবারে ছন্দে ছিলেন না। তিনি ১৬ বলে ১৩ রান করেই সাজঘরে ফেরেন। তবে তাঁর ওপেনিং পার্টনার রহমানুল্লাহ গুরবাজ এদিন দাপটে মেজাজে ছিলেন। ৪৫ বলে চারটি চার ও ছয়টি ছয়ের সুবাদে ৮৪ রান করেন গুরবাজ। দ্বিতীয় উইকেটে ইব্রাহিম জাদরানকে সঙ্গে নিয়ে যোগ করেন ৯৩ রান।
তবে গুরবাজ আউট হতেই রানের গতি ব্যাপকভাবে কমে যায়। শ্রীলঙ্কান বোলাররা ডেথ ওভারে দুরন্ত বোলিং করে আফগানিস্তান ব্যাটারদের বড় শট খেলতে দেননি। জাদরান ৪০ রান করলেও তা আসে ৩৮ বলে। আর কোনও আফগান ব্যাটারই রান পাননি। নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেটের বিনিময়ে ১৭৫ রান তোলে আফগানিস্তান। শ্রীলঙ্কার হয়ে দিলশান মধুশঙ্কা ৩৭ রানের বিনিময়ে দুই উইকেট নেন। ইতিহাস সম্পূর্ণভাবেই আফগানদের পক্ষে ছিল। তাই ১৭৬ রানের লক্ষ্য সফলভাবে তাড়া করতে লঙ্কানদের শুরুটা ভাল করার খুবই প্রয়োজন ছিল। ঠিক সেটাই করেন লঙ্কান ওপেনাররা।
পাওয়ার হিটিং
কুশল মেন্ডিস শুরুতেই ১৯ বলে ৩৬ রানের একটি আক্রমনাত্মক ইনিংস খেলেন। পাথুম নিসঙ্কার সঙ্গে মিলে ওপেনিং পার্টনারশিপে ৬২ রান তোলেন তিনি। নিসঙ্কা করেন ৩৫ রান। দুরন্ত গতিতে লক্ষ্যের দিকে এগিয়ে চলায় শ্রীলঙ্কান ইনিংসে ব্রেক লাগান আফগান স্পিনাররা। মিডল ওভারে নিরন্তর ব্যবধানে উইকেট তুলে নেন রশিদ, নবি, মুজিব উর রহমানরা। তবে দিনের দানুষ্কা গুণতিলক ও ভানুকা রাজাপক্ষের পাওয়ার হিটিংই ম্যাচে পার্থক্য গড়ে দিল। গুণতিলকে ২০ বলে ৩৩ রান ও রাজাপক্ষ ১৪ বলে ৩১ রানের ইনিংস ম্যাচ শ্রীলঙ্কার দিকে টেনে নিয়ে যান। বাকি কাজটা অপরাজিত ১৬ রানের ক্যামিও খেলে করে দেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ফলে পাঁচ বল বাকি থাকতেই চার উইকেটে ম্যাচ জিতে নেয় দ্বীপরাষ্ট্র।
আরও পড়ুন: পাকিস্তান শিবিরে চোটের ধারা অব্যাহত, ভারতের বিরুদ্ধে সুপার ফোরে খেলতে পারবেন না তরুণ বোলার
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)