SL vs PAK WC 2023: টানা দ্বিতীয় জয় বাবরদের, রিজওয়ান, শাফিকের দুরন্ত শতরানে বিশ্বকাপে লঙ্কা বধ পাকিস্তানের
Sri Lanka vs Pakistan Match Highlights: আব্দুল্লাহ শাফিকের পর মহম্মদ রিজওয়ানও সেঞ্চুরি হাঁকালেন। ৩৪৫ রান তাড়া করতে নেমে ১০ বল বাকি থাকতে জয় ছিনিয়ে নেয় পাক শিবির।
হায়দরাবাদ: বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় ছিনিয়ে নিল পাকিস্তান (Pakistan Cricket Team)। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬ উইকেটে জয় ছিনিয়ে নিল বাবর আজমের (Babar Azam) দল। আব্দুল্লাহ শাফিকের পর মহম্মদ রিজওয়ানও (Mohammed Rizwan) সেঞ্চুরি হাঁকালেন। ৩৪৫ রান তাড়া করতে নেমে ১০ বল বাকি থাকতে জয় ছিনিয়ে নেয় পাক শিবির। পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে বিশ্বকাপের মঞ্চে সবচেয়ে বেশি রান তাড়া করে জয় এটি।
৩৪৫ রানের লক্ষ্যমাত্রা। প্রথম থেকেই বড় পার্টনারশিপ দরকার ছিল পাকিস্তানের। ইমাম উল হক মাত্র ১২ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। এখনও ছন্দে ফিরলেন না বাঁহাতি পাক ওপেনার। বাবর আজমও রান পেলেন না গুরুত্বপূর্ণ ম্যাচে। ১০ রান করে ফিরে যান পাক অধিনায়ক। আব্দুল্লাহ শাফিক ও মহম্মদ রিজওয়ান মিলে এরপর দলের হাল ধরেন। শাফিক নিজের বিশ্বকাপে প্রথম সেঞ্চুরিটি হাঁকিয়ে ফেললেন এদিন। ১১৩ রানের ইনিংস খেলেন তিনি। হাঁকালেন ১০টি বাউন্ডারি ও ৩টি ছক্কা। শাফিক ফিরে গেলেও মহম্মদ রিজওয়ান দলকে জিতিয়ে মাঠে ছাড়েন। ১২১ বলে ১৩১ রান করে অপরাজিত থাকেন পাক উইকেট কিপার ব্যাটার। নিজের ইনিংসে তিনি ৮টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান। শেষ পর্যন্ত ৪৮.২ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় পাকিস্তান। পরপর দুটো ম্যাচ বড় ব্যবধানে জিতে রান রেটও অনেকটাই বাড়িয়ে নিল পাকিস্তান। পয়েন্ট টেবিলে এই মুহূর্তে দ্বিতীয় স্তানে রয়েছে বাবর আজমের দল।
এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কা অধিনায়ক দাসুন শনাকা। পাথুম নিশানকা ও কুশল পেরেরা ওপেনিংয়ে নেমেছিলেন। নিশানকা অর্ধশতরান হাঁকালেও কুশল পেরেরা খাতা খোলার আগেই প্য়াভিলিয়নে ফিরে যান। যদিও কুশল মেন্ডিস ও সমরাবিক্রমা সেঞ্চুরি হাঁকিয়ে দলের স্কোর তিনশোর গণ্ডি পার করিয়ে দেন। বিশেষ করে ফর্মে থাকা কুশল ছিলেন দুরন্ত মেজাজে। মাত্র ৭৭ বলে ১২২ রানের ইনিংস খেলেন এই ডানহাতি। নিজের ইনিংসে ১৪টি বাউন্ডারি ও ৬টি ছক্কা হাঁকান তিনি। অন্যদিকে সাদিরা সমরাবিক্রমা ৮৯ বলে ১০৮ রান করেন। তিনি ১১টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান। ধনঞ্জয় ডি সিলভা ২৫ রানের ইনিংস খেলেন।
পাকিস্তানের বোলারদের মধ্যে ৪ উইকেট নেন হাসান আলি। ২ উইকেট নেন হ্যারিস রউফ। ১টি করে উইকেট শাহিন আফ্রিদি, মহম্মদ নওয়াজ ও শাদাব খান।