Snehasish Ganguly: সৌরভের পর স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, আগামিকাল অ্যাঞ্জিওপ্লাস্টি হবে সিএবি সচিবের
Snehasish Ganguly to undergo angioplasty: আগামিকাল, শুক্রবার অ্যাপোলো হাসপাতালে হবে অস্ত্রোপচার। গত ১২ জানুয়ারি উডল্যান্ডস হাসপাতালে স্নেহাশীসের সিটি অ্যাঞ্জিওগ্রাম করা হয়। তখনই ধমনীতে ব্লকেজ ধরা পড়ে।
কলকাতা: সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর, এবার তাঁর দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়েরও হবে অ্যাঞ্জিওপ্লাস্টি। আগামিকাল, শুক্রবার অ্যাপোলো হাসপাতালে হবে অস্ত্রোপচার। গত ১২ জানুয়ারি উডল্যান্ডস হাসপাতালে স্নেহাশীসের সিটি অ্যাঞ্জিওগ্রাম করা হয়। তখনই ধমনীতে ব্লকেজ ধরা পড়ে। এরপরই অ্যাঞ্জিওপ্লাস্টির সিদ্ধান্ত নেওয়া হয়। তবে, উডল্যান্ডস নয়, স্নেহাশিসের অস্ত্রোপচার হবে অ্যাপোলো হাসপাতালে।
সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়েরও হৃদযন্ত্রে ব্লকেজ ধরা পড়ে দিন কয়েক আগে। বুকে ব্যথা অনুভব করায় উডল্যান্ডসে হয় তাঁর সিটি অ্যাঞ্জিওগ্রাম। বছরের দ্বিতীয় দিনই ভারতীয় ক্রিকেটের কামব্যাক কিং, বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের মাইল্ড হার্ট অ্যাটাকের খবরে কেঁপে গিয়েছিল কলকাতা তথা গোটা দেশ। অ্যাঞ্জিওপ্লাস্টি করে একটি স্টেন্টও বসানো হয় তাঁর। সৌরভের দাদা, সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়েরও হৃদযন্ত্রে ধরা পড়েছে ব্লকেজ। বসবে স্টেন্ট। হৃদযন্ত্রে ব্লকেজ ধরা পড়ার কয়েকদিন আগে থেকেই বুকে ব্যথা অনুভব করছিলেন স্নেহাশিস। এমনটাই জানা গিয়েছে ৷
বুকে ব্যথা অনুভব করায় সৌরভের পরামর্শেই হাসপাতালে পরীক্ষা করাতে যান তিনি। উডল্যান্ডস হাসপাতালে হয় সিটি অ্যাঞ্জিওগ্রাম। রিপোর্টে দেখা যায় একটি ব্লকেজ রয়েছে। স্নেহাশিসেরও স্টেন্ট বসানো হবে। শীঘ্রই হাসপাতালে ভর্তি হবেন স্নেহাশীস। তবে, কবে, কোথায় ভর্তি হবেন, সে-ব্যাপারে কিছু জানানো হয়নি। সৌরভের পর তাঁর দাদার অসুস্থতার খবরে ফের চিন্তায় ক্রিকেট মহল। দ্রুত তাঁর সুস্থতা কামনা করছেন ক্রিকেটপ্রেমীরা।
আগামিকাল, শুক্রবার স্নেহাশিসের অ্যাঞ্জিওপ্লাস্টি হবে। সৌরভেরও আরও স্টেন্ট বসানো বাকি। শোনা গেল, তিনি আরও কয়েক জন চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন। তাঁর ক্ষেত্রে দ্বিতীয় দফার স্টেন্ট বসতে পারে এ মাসের শেষের দিকে। প্রসঙ্গত, সৌরভের অসুস্থতার সময় জানা গিয়েছিল, হৃদরোগের ‘ফ্যামিলি হিস্ট্রি’ আছে গঙ্গোপাধ্যায় পরিবারের। অর্থাৎ পারিবারিক ভাবেই হৃদরোগে আক্রান্ত হওয়ার একটা প্রবণতা আছে সৌরভদের। তাছাড়া, সদ্য সৌরভ যেভাবে মৃদু হার্ট অ্যাটাকের শিকার হলেন তা উদ্বেগ বাড়িয়েছে পরিবারের অন্য সদস্যদেরও। সেকারণেই বাড়তি যত্ন নেওয়া হচ্ছে স্নেহাশিসের। তাঁর মেডিক্যাল চেক-আপ করতে গিয়েই ধরা পড়ে ব্লকেজের বিষয়টা।