Sachin Tendulkar: 'কিছু একটা গণ্ডগোল আছে এখানে', কীসের ইঙ্গিত দিচ্ছেন মাস্টার ব্লাস্টার?
Sachin Tendulkar Post: ক্রিকেট ছাড়া বেশিরভাগ সময়ই বাড়ির বিভিন্ন কাজ, নিজের বাগান পরিষ্কার করা থেকে শুরু করে নিজের পোষ্যের যত্ন নেওয়া এমন নানা কার্যকলাপে নিজেকে ডুবিয়ে রাখেন সচিন।
মুম্বই: সচিন তেন্ডুলকর। শুধু ভারত নয়, বিশ্ব ক্রিকেটের এক স্মরণীয় নাম। এক মহীরুহ। ২২ গজ থেকে সন্যাস নিয়েছেন দীর্ঘদিন হল। কিন্তু এখনও বিভিন্ন সময় ক্রিকেটের ব্যাট হাতে বিভিন্ন ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায় (Social Media)। এমনকী আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গেও জড়িয়ে আছেন। সেখানে মেন্টর হিসেবে দেখা যায় সচিনকে (Sachin Tendulkar)। তবে ক্রিকেট ছাড়া বেশিরভাগ সময়ই বাড়ির বিভিন্ন কাজ, নিজের বাগান পরিষ্কার করা থেকে শুরু করে নিজের পোষ্যের যত্ন নেওয়া এমন নানা কার্যকলাপে নিজেকে ডুবিয়ে রাখেন সচিন। সোশ্য়াল মিডিয়ায় যার ছবিও পোস্ট করে থাকেন তিনি। তেমনই একটি পোস্ট এবার তিনি করেছেন, যা ভাইরাল হয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
কী পোস্ট করেছেন সচিন?
সচিন একটি পোস্ট করেছেন সোশ্য়াল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে যে তিনি একটি টেবিলের সামনে হেলান দিয়ে আছেন, আর পেছন ফিরে কিছু একটা দেখছেন।সচিনের বাঁহাতটি মুষ্ঠিবদ্ধ হয়ে কোনও কিছুর দিকে নিশানা করছে। মাথায় টুপি ও চেক শার্টের সচিনকে দেখে মনে হচ্ছে যে তিনি হয়ত গল্ফ খেলছিলেন তখন। যদিও সেই ছবির ক্যাপশনটি আরও মজাদার। সেখানে মাস্টার ব্লাস্টার লিখেছেন, ''কিছু একটা গণ্ডগোল আছে এখানে, তোমরা কি দেখতে পাচ্ছ?''
View this post on Instagram
ছবিটি একটু ভাল করে দেখলে বোঝা যাবে যে পেছনে একটি কালো জুতো জোড়া রয়েছে। কমেন্ট বক্সে সচিনের অনুরাগীরা অনেকেই লিখেছেন যে এই কালো জুতো জোড়ার কথাই বলছেন সচিন। আবার অনেকে লিখেছেন যে ,''সচিন তেন্ডুলকর থাকলে কোনও ভুল, গণ্ডগোল হতেই পারে না।'' যদিও এর কোনও উত্তর দেননি সচিন নিজে।
আরও পড়ুন: কামব্যাকেই মন্ত্রী মনোজের দুরন্ত সেঞ্চুরি, রঞ্জির শেষ চারে বাংলা