Sourav Ganguly Biopic: শেষ পর্যায়ে চিত্রনাট্য লেখার কাজ, সৌরভের বায়োপিকে আয়ুষ্মানের নামেই সিলমোহর?
Ayushman Khurrana: সৌরভ গঙ্গোপাধ্যায়ের ঘনিষ্ঠমহলে গুঞ্জন, বহু অভিনেতার নাম উঠে আসার পরে, অবশেষে প্রায় চূড়ান্ত হয়েছে বলিউডের এক অভিনেতার নাম। তিনি আয়ুষ্মান খুরানা
সৌমিত্র রায়, কলকাতা: সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Saurav Ganguly)-র বায়োপিকের জল্পনা নতুন নয়। মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni), সচিন তেণ্ডুলকরের (Sachin Tendulkar)-এর পরে মহারাজের বায়োপিকের জন্য কার্যত মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। তবে এই ছবিতে কাকে সৌরভের ভূমিকায় দেখা যাবে, তা নিয়ে জারি রয়েছে বিভিন্ন জল্পনা। তবে এবার কি সেই জল্পনা এসে ঠেকেছে একজন অভিনেতায়?
সৌরভ গঙ্গোপাধ্যায়ের ঘনিষ্ঠমহলে গুঞ্জন, বহু অভিনেতার নাম উঠে আসার পরে, অবশেষে প্রায় চূড়ান্ত হয়েছে বলিউডের এক অভিনেতার নাম। তিনি আয়ুষ্মান খুরানা (Ayushman Khuraana)। পর্দায় বাংলার কিংবদন্তির চরিত্র নাকি ফুটিয়ে তুলতে পারেন বলিউডের প্রতিভাবান এই অভিনেতা। ইতিমধ্যেই নাকি প্রাথমিকস্তরে অভিনেতার সঙ্গে কথা সারা হয়ে গিয়েছে। জোরকদমে চলছে চিত্রনাট্য লেখার কাজ। চিত্রনাট্য লেখা শেষ হলেই নাকি, ঘোষণা করা হবে আয়ুষ্মানের নাম। তবে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি আয়ুষ্মানকে নিয়ে, গোটাটাই রয়েছে জল্পনার পর্যায়ে। সত্যিই আয়ুষ্মান কিংবদন্তির চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলবে কি না, সেই উত্তর দেবে সময়।
এর আগে, একাধিক অভিনেতার নাম নিয়ে গুঞ্জন হয়েছে এই বায়োপিকের জন্য। 'তু ঝুটি ম্যায় মক্কর' (Tu Jhuthi Main Makkar) ছবির জন্য কলকাতায় এসেছিলেন রণবীর কপূর (Ranbir Kapoor)। তখন ইডেনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ম্যাচও খেলেছিলেন তিনি। মহারাজ ও রণবীরের সেসময়ে অনেক কথাও হয়েছিল। রণবীরের কলকাতা সফরের পর থেকেই, সৌরভের বায়োপিকের গুঞ্জনে জুড়ে গিয়েছিল তাঁর নাম। অনেকেই ভেবেছিলেন রণবীরকে দেখা যাবে সৌরভের ভূমিকায়। তবে সেই জল্পনাও রয়ে গিয়েছে জল্পনার স্তরেই।
অন্যদিকে, প্রথমে শোনা গিয়েছিল, নিজের চরিত্রে হৃতিক রোশনকে চান সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে চিত্রনাট্য চূড়ান্ত না হওয়ার কারণে, হৃতিকের সঙ্গে চূড়ান্তভাবে কথা বলা যায়নি। শোনা যাচ্ছে, এখন চিত্রনাট্য লেখার কাজ শেষ পর্যায়ে। আর তাই, আয়ুষ্মানের সঙ্গে এই বায়োপিক নিয়ে চলছে কথাবার্তা।
প্রসঙ্গত, সদ্য মুক্তি পেয়েছে আয়ুষ্মানের নতুন ছবি 'ড্রিম গার্ল ২' (Dream Girl 2)। এই ছবিতে আয়ুষ্মানের বিপরীতে রয়েছেন অনন্যা পাণ্ড (Anannya Pandya)। এই ছবিতে নারীর বেশে দেখা গিয়েছে আয়ুষ্মানকে। বক্সঅফিসে এখনও পর্যন্ত মোটের ওপর ব্যবসা করেছে এই ছবি। অন্ধাধুন (Andhadhoon), ড্রিম গার্ল (Dream Girl)-এর মতো ছবিতে ইতিমধ্যেই আয়ুষ্মান নিজের জাত চিনিয়েছেন। সৌরভের ভূমিকায় তাঁকে দেখা যাবে কি না... সেই উত্তরের অপেক্ষায় অনুরাগীরা।