Ganguly on Women Cricket WC: সামনেই মহিলা বিশ্বকাপ, ঝুলনদের শুভেচ্ছাবার্তা সৌরভের
Ganguly on Women Cricket WC: নিউজিল্যান্ডের মাটিতে বসতে চলেছে এবারের আসর। ভারতীয় দল এরমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছে। কিউয়িদের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ খেলবে তারা।
মুম্বই: আর মাত্র এক মাসের অপেক্ষা। এরপরই মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ শুরু। নিউজিল্যান্ডের মাটিতে বসতে চলেছে এবারের আসর। ভারতীয় দল এরমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছে। কিউয়িদের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ খেলবে তারা। বিশ্বকাপের আগে বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্য়ায় শুভেচ্ছা জানালেন ঝুলন গোস্বামী, স্মৃতি মন্ধানাদের। তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায় জানান, ''আর মাত্র ৩০ দিন আছে মহিলা বিশ্বকাপ শুরুর। আমি ভারতীয় দলকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি। আইসিসিকেও এই টুর্নামেন্ট আয়োজনের জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। মহিলা ক্রিকেটে সারা বিশ্বব্যাপী দুর্দান্ত প্রসার ঘটিয়েছে গত কয়েক বছরে। আগের বার ৫০ ওভারের ফর্ম্যাটে বিশ্বকাপে ভারতীয় মহিলা ক্রিকেট দল ইংল্যান্ডের বিরুদ্ধে হারতে হয়েছিল। আশা করি এবার মেয়েরা ঘুরে দাঁড়াবে। দারুণ পারফর্ম করবে।''
30 days for the start of the women's World Cup in NZ ..wish the Indian team and the rest of the teams all the very best ...@ICC @BCCI pic.twitter.com/ep8gkbCncJ
— Sourav Ganguly (@SGanguly99) February 4, 2022
এদিকে, আগামী ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ভারতীয় মহিলা ক্রিকেট দলের ওয়ান ডে সিরিজ নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে। নিউজিল্য়ান্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে এই ব্যাপারে বিবৃতি দেওয়া হয়েছে শুক্রবারই। সামনেই মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ। তার আগে ভারতীয় মহিলা ক্রিকেট দল নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে। ১ টি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে। সেটি হবে ৯ ফেব্রুয়ারি। টি-টোয়েন্টি ম্যাচের দিন ঠিক থাকলেও ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচের দিন পিছিয়ে দেওয়া হল ২৪ ঘণ্টা। প্রথমে তিনটি ভেনুতে এই সিরিজগুলো আয়োজনের ভাবনা ছিল কিউয়ি বোর্ডের। কিন্তু কােভিড আবার বাড়ছে। অনেক জায়গা বিধিনিষেধও রয়েছে। এই পরিস্থিতিতে সব ম্যাচই কুইনস্টোনে আয়োজন করা হবে। বিশ্বকাপের আগে এই সীমিত ওভারের সিরিজ ভারতীয় মহিলা ক্রিকেট দলের জন্য় ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে।