এক্সপ্লোর
Advertisement
Sourav Ganguly Health Update: অ্যাঞ্জিওপ্লাস্টি হল সৌরভ গঙ্গোপাধ্যায়ের, দেবী শেঠি,অশ্বিন মেহতার পর্যবেক্ষণে বসল আরও ২টি স্টেন্ট
সৌরভ গঙ্গোপাধ্যায়ের চিকিৎসার জন্য বৃহস্পতিবার কলকাতায় আসেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি।সৌরভকে দেড় ঘণ্টা ধরে পরীক্ষা করেন তিনি। মুম্বইয়ের যশলোক হাসপাতালের হদরোগ বিশেষজ্ঞ অশ্বিন মেহতাও সৌরভের জন্য কলকাতায় আসেন। তারপরই শুরু হয় চিকিৎসকদের বোর্ড মিটিং। এক ঘণ্টার মিটিংয়ে সিদ্ধান্ত হয় যে এদিনই বসানো হবে দুটি স্টেন্ট।
কলকাতা: সৌরভ গঙ্গোপাধ্যায়ের হৃদযন্ত্রে বসানো হল আরও দুটি স্টেন্ট। মসৃণভাবেই পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
সৌরভের হৃদযন্ত্রে স্টেন্ট বসানোর পরই তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসক এবং সৌরভের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন তিনি। পরে মুখ্যমন্ত্রী জানান, সৌরভ ভাল আছেন, সুস্থ আছেন।
এদিন সকালে, অ্যাপোলো হাসপাতালের তরফে জানানো হয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের চিকিৎসার জন্য বৃহস্পতিবার কলকাতায় আসেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি।সৌরভকে দেড় ঘণ্টা ধরে পরীক্ষা করেন তিনি। মুম্বইয়ের যশলোক হাসপাতালের হদরোগ বিশেষজ্ঞ অশ্বিন মেহতাও সৌরভের জন্য কলকাতায় আসেন। তারপরই শুরু হয় চিকিৎসকদের বোর্ড মিটিং। এক ঘণ্টার মিটিংয়ে সিদ্ধান্ত হয় যে এদিনই বসানো হবে দুটি স্টেন্ট।
পৌনে তিনটের সময় সৌরভকে ক্যাথল্যাবে নিয়ে যাওয়া হয়। ৩টে ১০ থেকে শুরু হয় অ্যাঞ্জিওগ্রাম। অ্যাঞ্জিওগ্রামের পরই দুটি স্টেন্ট বসানো হয়।দেবী শেঠি, অশ্বিন মেহতার উপস্থিতিতে অস্ত্রোপচার করেছেন আফতাব খান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সৌরভের ডান হাত দিয়ে দুটি স্টেন্ট ঢুকিয়ে হৃদযন্ত্রের ধমনীতে পাঠানো হয়েছে। গোটা প্রক্রিয়া চলে দেড় ঘণ্টা। পৌনে ৫টায় শেষ হয় অ্যাঞ্জিওপ্লাস্টি।
হাসপাতালের তরফে জানানো হয়েছে, আপাতত মাত্রা কমিয়ে অক্সিজেন সাপোর্ট দেওয়া হবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। রক্ত তরল করার ওষুধ দেওয়া হবে। ধীরে ধীরে কমানো হবে ওষুধের মাত্রা।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের হৃদযন্ত্রের মোট তিনটি ব্লকেজ পাওয়া গেছিল। চলতি মাসের গোড়ায় উডল্যান্ডস হাসপাতালে একটি ধমনীতে স্টেন্ট বসানো হয়েছিল। চিকিৎসকরা জানিয়েছিলেন, তাঁর ডান দিকের ধমনীতে প্রায় ৯০ শতাংশ ব্লকেজ ছিল। যেখানে স্টেন্ট বসানো হয়। বাকি দু’টি ধমনীতে ব্লকেজ ছিল প্রায় ৭০ শতাংশ। ৭ জানুয়ারি তিনি হাসপাতাল থেকে ছুটিও পান।
এরপর বাড়িতে নিয়মিত চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক। কিন্তু ২০ দিনের মাথায় ফের অসুস্থ হয়ে পড়েন মহারাজ।
সৌরভের পরিবার সূত্রে খবর, মঙ্গলবার রাতে প্রথমে বুকে অস্বস্তি বোধ করেন সৌরভ। বুধবার দুপুর দুটো নাগাদ বুকে ব্যথা অনুভব করেন।
এরপরই সঙ্গে সঙ্গে তাঁর চিকিত্সার দায়িত্বে থাকা দুই চিকিত্সক সপ্তর্ষি বসু, সরোজ মণ্ডলকে খবর দেওয়া হয়। পর্যবেক্ষণের পর, দুই চিকিৎসকের পরামর্শেই অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় সৌরভ গঙ্গোপাধ্যায়কে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
বিনোদনের
জেলার
ক্রিকেট
Advertisement